কলকাতা মেট্রো রেল ১ জানুয়ারি ২০২৩ ৪৪টি অতিরিক্ত পরিষেবা চালাবে

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: ডিসে ২৯, ২০২২ @ ২৩:৫১

এসপিটি নিউজ ডেস্ক: বড় দিনের পর এবার ইংরাজি নববর্ষের প্রথম দিন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু লাইন অর্থাৎ নর্থ-সাউথ মেট্রোয় অতিরিক্ত পরিষেবা দেবে। এমনিতে ১৩০টি মেট্রো চলে।সেখানে ১ জানুয়ারি ২০২২ চলবে ১৮৮টি। আপে ৯৪ ও ডাউনে ৯৪টি। সকাল ন’টার পরিবর্তে সকাল ৬টা ৫০ মিনিটে যাত্রা শুরু করবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত রবিবার সকাল ন’টার পরিবর্তে সকাল ৬টা ৫০ মিনিটে যাত্রা শুরু করবে।

ব্লু লাইনে নতুন বছরের দিনে অতিরিক্ত মেট্রো পরিষেবা

নতুন বছর শুরুর দিনে (১ জানুয়ারি, ২০২৩) পূর্ব-পশ্চিম (গ্রিন লাইন) মেট্রো করিডোরে অতিরিক্ত ৪৪টি পরিষেবা দেওয়া হবে।

মেট্রো যাত্রীদের সুবিধার্থে সকাল ৬টা ৫০ মিনিটে প্রথম মেট্রো যাত্রা শুরু করবে। ১৩০টি পরিষেবার পরিবর্তে ১৮৮টি পরিষেবা (৯৪টি আপ এবং ৯৪টি ডাউন) চালাবে৷১ জানুয়ারি, ২০২২ (রবিবার) উত্তর-দক্ষিণ করিডোরে (ব্লু লাইন) রাত ১০টা ৩৫ মিনিট পর্যন্ত।

প্রথম পরিষেবা:

06:50 টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো সকাল ন’টার পরিবর্তে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে।দমদম থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রোও একই সময়ে ছাড়বে।দমদম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো সকাল ন’টার পরিবর্তে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে।

শেষ পরিষেবা:

21:28 টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো রাত ন’টা ২৮ মিনিটে ছাড়বে।কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো রাত ন’টা ৪০ মিনিটে ছাড়বে।

এর পাশাপাশি মেট্রো পূর্ব-পশ্চিম করিডোরে (গ্রীন লাইন) পরিষেবা দেবে। ২২টি আপ ও ২২টি ডাউন মিলিয়ে মোট ৪৪টি পরিষেবা দেবে। ১ জানুয়ারি ২০২৩ (রবিবার)৩০ মিনিটের ব্যবধানে সকাল ৯টা থেকে মেট্রো চলাচল শুরু হবে৷ চলবে রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত। উল্লেখ্য, গ্রিন লাইনে রবিবার পরিষেবাগুলি চালানো হয় না।

প্রথম পরিষেবা:

09:00 টায়। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রো চলবে সক্লা ৯টা। একই ভাবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে সকাল ৯টা।

শেষ পরিষেবা:

19:30 টায়। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত শেষ মেট্রো চলবে রাত সাড়ে সাতটা পর্যন্ত।

Published on: ডিসে ২৯, ২০২২ @ ২৩:৫১


শেয়ার করুন