দুর্গা পুজো কমিটিকে টাকা দেওয়াটা “সমষ্টি ডেভেলপমেন্ট”-ঝাড়গ্রামে বললেন পার্থ চট্টোপাধ্যায়

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                          ছবি-বাপন ঘোষ

Published on: সেপ্টে ১২, ২০১৮ @ ২১:২৫

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১২ সেপ্টেম্বরঃ রাজ্যে দুর্গা পুজো কমিটিগুলিকে ২৮ কোটি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। বিরোধী দলগুলির পাশাপাশি শাসক দলের ভিতরেও এ নিয়ে প্রশ্ন তুলছে কেউ কেউ। ইতিমধ্যে সোশ্যাল সাইটে দলের কর্মী সংগঠন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। আর তা নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ঝাড়গ্রামে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। সেখানে তিনি বিষয়টি নিয়ে জানিয়ে দেন- বিষয়টি দুর্গা পুজোর কথা বলাটা ঠিক নয়। আমরা বলি ওটা “সমষ্টি ডেভেলপমেন্ট”। তারপরই তিনি আবার বলেন-এটা এমন এক উৎসব দেখবেন সেখানে অন্য ধর্মেরও মানুষ আছে। আসলে কি জানেন তো-যা মমতা ব্যানার্জি করবেন তারই দোষ দেখবেন আপনারা।

এরপর তিনি বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, “বিজেপি দাঙ্গা ছাড়া কিছুই জানে না। অমিত শাহ বুদ্ধিজীবীদের নিয়ে যে কথা বলছে সেটাই বিজেপির সংস্কৃতি।” এরপর তিনি বলেন,”সিপিএম এবং কংগ্রেসের স্বরুপও মানুষ জানে। তিন দলের জোটে টিএমসির জবাব শুধুই উন্নয়ন। লোকসভা ভোটে উন্নয়নকে ইস্যু করেই এগোবে টিএমসি। মনে রাখবেন-সমগ্র দেশে মমতা ব্যানার্জির কোনও বিকল্প নেই।”

এদিন তিনি প্রথমে এসে ঝাড়গ্রামের বাদরভুলা গেষ্ট হাউসে জেলা পরিষদের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন। উপস্থিত ছিলেন সাংসদ উমা সরেন, জেলা তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান বিধায়ক সুকুমার হাঁসদা সহ জেলার বিধায়করা।তারপর ঝাড়গ্রাম পুরসভার নতুন ভবনের উদ্বোধন করেন।দুপুর নাগাদ জেলাপরিষদের নব নিযুক্ত সভাধিপতি মাধবি বিশ্বাস,সহ সভাধিপতি মধুসূদন সরেন শপথ গ্রহণ করেন।

Published on: সেপ্টে ১২, ২০১৮ @ ২১:২৫

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

48 + = 56