‘করোনা যোদ্ধা’দের নয়া ভবন নামখানায়, সাহায্যের আশ্বাস বিধায়কের

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ১৬, ২০২০ @ ১০:৪৬

এসপিটি নিউজ, নামখানা: সারা দেশেই এখন বহু মানুষ, সংগঠন, ক্লাব থেকে শুরু করে আরও অনেকেই করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। করোনা আক্রান্তদের পাশে থেকে তাদের সাহায্য করছে। সুন্দরবন এলাকায় এমনই একটি স্বেচ্ছাসেবী সংস্থা নামখানার দক্ষিণ চন্দন পিরী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি। চলতি মাসের ৫ জুলাই সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও বিধায়ক বঙ্কিম হাজরা এই স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া ভবনের উদ্বোধন করেন।করোনা যুদ্ধে সংস্থাটির ভূমিকার প্রশংসা করে তিনি তাদের যথাযথ সাহয্যের আশ্বাসও দেন। যাতে তারা আগামিদিনে আরও বেশি মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারে।

সংগঠনের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বঙ্কিম হাজরা ১০০জন মানুষকে ত্রাণ বিতরণ করেন এবং সেই সঙ্গে জানিয়ে দেন আরও ৩০০জন মানুষের কাছে খুব শীঘ্রই ত্রাণ পাঠাবেন।সেইসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত জেলাপরিষদের কর্মাধ্যক্ষ শ্রীমন্ত মালি, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়ে দেন এই সংস্থাটিকে কিভাবে সাহায্য করা যায় তা যেন তারা দেখেন।

করোনা যোদ্ধা হিসেবে ইতিমধ্যেই এই সংস্থা সম্মানিত হয়েছে। একথা জানিয়ে সংস্থার সম্পাদক ড. শান্তনু বেরা বলেন- “বিভিন্ন পর্যায়ে করোনা রিলিফ ও আমফান ঝড়ে বিধ্বস্ত মানুষের জন্য এই সংস্থা ত্রাণ বিতরণ ও জীবন-জীবিকামুখী কাজ করে চলেছে।সেই কাজকে যাতে আরও ত্বরান্বিত করা যায় তার জন্য সঠিক পরিকল্পনা করতে একটা ভবনের প্রয়োজন ছিল। অবশেষে সেটা হয়েছে।পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যান দফতরের অর্থানুকুল্যে নতুন ভবনটি নির্মিত হয়েছে।” এদিনের অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও বিশিষ্ট মানুষও উপস্থিত ছিলেন।

Published on: জুলা ১৬, ২০২০ @ ১০:৪৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 13 =