কমিশনের নজরবন্দি হয়েও কোন হেলদোল নেই অনুব্রতর

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা– পরিতোষ সাহা ও বাপ্পা মন্ডল

Published on: এপ্রি ২৯, ২০১৯ @ ০৮:২০

এসপিটি নিউজ সিউড়ি ও মেদিনীপুর, ২৯ এপ্রিল:  সব বিরোধী দল তো ছিলই শেষে ভোট কর্মীরাও উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল্কে নিয়ে তারা নিরপত্তার অভাব বোধ করছেন। এরপরই গতকাল কমিশন তাঁকে নজরবন্দি করে রাখার সিদ্ধান্ত নেয়। সোমবার সকাল থেকে মঙ্গল্বার সকাল পর্যন্ত তাঁকে নজরবন্দি থাকতে হবে। তাঁর সঙ্গে ভোট চলার সময় সারাক্ষণ থাকবে আধা সেনা ও কমিশনের প্রতিনিধিরা। যারা তাঁর উপর নজরদারি চালাবে। যদিও এসবে কোনও হেলদোলই নেই অনুব্রতর।

অনুব্রত মন্ডল বলেন এসব আমি মানি না, এসব পাগলামির ব্যাপার্লাজেলার সব ব্লক আমার ঘোরা হয়ে গেছে। এতে আমি ১০০ শতাংশ সফল হব।আরে ভাই, মমতা ব্যানার্জি উন্নয়ন করেছেন উন্নয়নের ফল তো আছে।এর মধ্যে গত কাল সকাল ন’টা থেকে বেরিয়েছি, সমানে ঘুরে গেছি। নজরবন্দির জন্য কোনও প্রভাবই পড়বে না। কর্মীদের মনোবল এতটুকু কমবে না।” পাচন চলবে কিনা জিজ্ঞাসা করতেই অনুব্রতর জবাব, “এখানে বসে থাকলে হবে নাকি, বাইরে গ্রামে যেতে হবে। সেখানে গেলেই দেখে যাবে। পাচন ভালোমতোই চলবে।”

অনুব্রত মন্ডলের বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন-“যেখানে বন্দুক হাতে নিয়ে প্রকাশ্যে র‍্যালি হয়, সেখানে কিভাবে ঠিকঠাক ভোট হবে। ” বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে শুধু নজরবন্দি নয় ঝাড়খন্ডে পাঠিয়ে দিতে হবে তবেই শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে বীরভূমে, দাবি বিজেপির রাজ্য সভাপতির।

Published on: এপ্রি ২৯, ২০১৯ @ ০৮:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 3