সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে শিক্ষায় আমরা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাব, মুখ্যমন্ত্রীর স্বপ্নকে সার্থক করব-মেদিনীপুরে বললেন শুভেন্দু অধিকারী

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা- বাপ্পা মণ্ডল                  ছবি-রামপ্রসাদ সাউ

Published on: জানু ২০, ২০১৮ @ ২৩:২৩

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২০ জানুয়ারিঃ রাজ্যের কন্যাশ্রী প্রকল্প বিশ্বে প্রথম হয়েছে। সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে শিক্ষায় আমরা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাব।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন শিক্ষায় বাংলা ভারতবর্ষে প্রথম হবে।আমরা মায়ের কাছে সেরকম কামনাই করি।শনিবার মেদিনীপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সিপাহী বাজার এলাকার দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশনের চতুর্থ বর্ষের সরস্বতী পুজোর উদ্বোধন করতে এসে একথাগুলি বলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন পরিবহনমন্ত্রীর উপস্থিতি ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো।রাত প্রায় ন’টা নাগাদ তিন পৌঁছন সিপাহী বাজার এলাকায়। তিনি বলেন, মেদিনীপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন দেবী চক্রবর্তী। তিনি পথ দুর্ঘটনায় মারা যান। তাঁর সুযোগ্য পুত্র নির্মাল্য চক্রবর্তী এখন এই ওয়ার্ডের কাউন্সিলার হয়েছেন। দেবী চক্রবর্তী যেমনভাবে মানুষের পাশে থেকে মানুষের মধ্যে থেকে কাজ করতেন এখন তাঁর ছেলেও ঠিক সেভাবেই মানুষের জন্য কাজ করে চলেছেন।

শুভেন্দুবাবু বলেন, বাগদেবীর কাছে আরাধনা করুন, যাতে সমস্ত দিকে শিক্ষার বিস্তার ছড়িয়ে পড়তে পারে আর প্রতিটি মানুষ যেন শিক্ষার ফল লাভ করতে পারে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে এই সংস্থার পক্ষ থেকে পানীয় জলের মেশিন স্থানীয় পাঁচটি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাইস্কুলের হাতে তুলে দেন মন্ত্রী। এছাড়াও ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষার সামগ্রী। এদিনের গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন নন্দদুলাল চক্রবর্তী।এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরৎ। এছাড়াও ছিলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান প্রণব বসু, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, বিধাওয়ক দীনেন রায়, জেলা যুব কংগ্রেস সভাপতি রমাপ্রসাদ গিরি, জয়ন্ত মাইতি, গোপাল সাহা, স্নেহাশিস ভৌমিক প্রমুখ।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিল বাঁশি বাদক রঞ্জন জানার বাঁশির সুর। দীর্ঘ সময় ধরে চলে তাঁর অনুষ্ঠান।অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী সম্বর্ধনা দেওয়ার সময় তাঁকে দুই মেদিনীপুরের ঘরের ছেলে ও মেদিনীপুরের মুক্তিসূর্য বলে সম্মানিত করা হয়।

Published on: জানু ২০, ২০১৮ @ ২৩:২৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

64 − = 56