আজ কলকাতায় স্বামী বিশোকানন্দজী’র সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন হিঙ্গলাজদন রত্নু, সম্মানিত হবেন দুই বিশিষ্ট ব্যক্তি

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৯, ২০২১ @ ০১:০০

এসপিটি নিউজ, কলকাতা, ১৯ সেপ্টেম্বর:  আজ কলকাতায় বড়বাজারে সতসং ভবনে কাশীর গোবিন্দ মঠ ও বিকানেরের ধননাথ গিরি মঠের প্রতিষ্ঠাতা এবং বিকানেরের রাজগুরু মহামণ্ডলেশ্বর স্বামী বিশোকানন্দজী’র সমাপনী অনুষ্ঠান এবং ভাগবত কথা ও পূর্ণাহুতি সমাপ্তি অনুষ্ঠান। সেখানে তাঁর প্রতি সম্মান জানিয়ে বিশেষ বক্তব্য রাখবেন রাজস্থান পর্যটন বিকাশ নিগম ও উত্তর-পূর্বাঞ্চলের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজদন রত্নু। সম্মানিত করা হবে কলকাতার দুই বিশিষ্ট ব্যক্তিকে- তাঁরা হলেন সংবাদ প্রভাকর টাইমস-এর প্রধান সম্পাদক অনিরুদ্ধ পাল ও রাজস্থান পর্যটন বিকাশ নিগমের নেহা চ্যাটার্জি।

সতসং ভবন ট্রাস্টের প্রতিনিধি বুলাকি দাস মেমানী জানিয়েছেন, ” বিকানেরের রাজগুরু মহামণ্ডলেশ্বর স্বামী বিশোকানন্দ জী’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে ভাগবত কথা ও পূর্ণাহুতি সমাপ্তি উপলক্ষে ১৯  সেপ্টেম্বর সন্ধ্যা ছ’টায় সতসং ভবন কমিটির মহৎ ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে রাজস্থান পর্যটন উন্নয়ন কর্পোরেশন, কলকাতা ও উত্তর-পূর্বাঞ্চলের অফিসার ইনচার্জ হিংলাজদন রত্নুর বক্তব্য থাকবে। পাশাপাশি এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে, মহামণ্ডলেশ্বর স্বামী বিশোকানন্দ জী ভারতীর পদ্মফুল দ্বারা কলকাতার দুই বিশিষ্ট ব্যক্তি-বিশিষ্ট সাংবাদিক সংবাদ প্রভাকর টাইমস-এর   প্রধান সম্পাদক অনিরুদ্ধ পল এবং রাজস্থান পর্যটন উন্নয়নের নেহা চ্যাটার্জিকে সম্মানিত করা হবে।

সাংবাদিক অনিরুদ্ধ পাল গত ২৯ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন। কল্কাতায় প্রথম শ্রেণির একাধিক দৈনিক সংবাদ পত্রে তিনি দীর্ঘদিন সম্মানের সঙ্গে সাংবাদিকতা করেছেন, যার মধ্যে রয়েছে- ‘সংবাদ প্রতিদিন’, ‘একদিন’, ‘সকালবেলা’, ‘খবর ৩৬৫দিন’। ‘বর্তমান’ কাগজেও তিনি বেশ কিছুদিন ফ্রি-ল্যান্স সাংবাদিকতা করেছেন। অনুসন্ধানমূলক সাংবাদিকতা এবং মানবিক বিষয়মুখী সাংবাদিকতায় অনিরুদ্ধবাবু তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। বর্তমানে তিনি স্বয়ং সংবাদ প্রভাকর টাইমস সংবাদ মাধ্যম পরিচালনা করছেন। এই নিউজ পোর্টাল এই মুহূর্তে সারা বিশ্বের একাধিক দেশে নিজের পাঠক খুঁজে নিয়েছে।

আর এক বিশিষ্ট ব্যক্তি নেহা চ্যাটার্জি হলেন রাজস্থান পর্যটন বিকাশ নিগমের একজন। পর্যটন নিয়ে ভাবনা-চিন্তা, আর তাকে কিভাবে মানুষের কাছে সহজ করে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে সবসময় কাজ করে চলেছেন নেহাদেবী। রাজস্থান পর্যটন নিয়ে তিনি সবসময় ভেবে চলেছেন। তাঁর সুদূর-প্রসারি ভাবনা রাজস্থান পর্যটন বিকাশ নিগমকে সত্যি লাভজনক করে তুলতে সক্ষম হয়েছে।

Published on: সেপ্টে ১৯, ২০২১ @ ০১:০০


শেয়ার করুন