কত আগে কত সত্য তিনি

Main দেশ ধর্ম
শেয়ার করুন

করোনা ভাইরাসের খবর পড়তে পড়তে পাঠকরা রীতিমতো ক্লান্ত। সংবাদ প্রভাকর টাইমস তাই তাদের পাঠকদের একটু অন্যরকমের লেখার স্বাদ তাদের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছে।শ্রীমা সারদাদেবী বহুবছর আগে যে কথা বলে গেছিলেন সেটা এখনকার সময়ের সঙ্গে কতটা প্রাসঙ্গিক সেটাই তুলে ধরেছেন লেখক অরুণাভ গুপ্ত।    

Published on: মার্চ ২৮, ২০২০ @ ২০:৪৩

লেখকঃ অরুণাভ গুপ্ত

কেন ঘটল, শেষমেষ ভারতের হাল করোনা ভাইরাসের ধাক্কায় কোথায় দিয়ে দাঁড়াবে, কারোর এলেম নেই, প্রেডিক্ট করার। আতঙ্ক নয় একটা বিশ্রি অস্বস্তি পেয়ে বসেছে শরীরের আনাচে-কানাচে। এক সমস্যা গোটা গ্লোব ধুঁকছে।একবার এই বই, কখনো ওই বই, মন কিন্তু থিতু হয়ে দাঁড়ে বসতে পারছে না। ঠিক তখনই শ্রীমা সারদা দেবীর উপর লেখা একখানা বই আমাকে অক্সিজেন জোগাল। লিখেছেন মঠ ও মিশনের অন্যতম সন্ন্যাসী স্বামী পূর্ণাত্মানন্দজী। পড়া চলছে। এক জায়গায় এসে চোখ স্থির হলো। বৈদিক যুগের ঋষিরা স্বপ্ন দেখেছিলেন, পৃথিবী জুড়ে যেন একটা ‘নীড়’ হয়। তৈত্তিরীয় আরণ্যকে (১০/১/৩) সেই স্বপ্নকে। সেই আকাঙ্খাকে ব্যক্ত করে বৈদিক ঋষি বলেছিলেন- ” যত্র বিশ্বং ভবতি একনীড়ম।”

আমাদের ছাত্রাবস্থায় একটা বিষয়ের উপর প্রায়ই ডিবেট হতো। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। পার করে ফেলেছি কতগুলো বছর এবং পেয়েওছি বিশ্ব কাড়া স্লোগান ‘এক পৃথিবী গঠন ‘।তারজন্য পাহাড় সমান প্রচার। ঢ্যাড়া পেটানো, ভারি-ভারি কত মাথার এ আসছেন, ও যাচ্ছেন, স্বপ্ন অধরা। বিশ্ব নাগরিক প্রতি ক্ষেত্রে টের পাচ্ছেন ওইসব আন্তর্জাতিক তকমা লাগানো সংগঠন, শীর্ষ গ্যাদারিং, আদতে বিগ রাষ্ট্রের বা রাষ্ট্রগুলির বিগ বস হওয়ার নির্লজ্জ অভিপ্রায়।

এইবার আসুন পড়ে ফেলি শ্রীমা সারদার সেই অবিস্মরণীয় কথাগুলি। প্রথম মহাযুদ্ধ সবে শেষ হয়েছে। কথায়-কথায় মা একদিন এক ভক্ত ছেলেকে শুধোলেনঃ “হ্যাঁ গা, এত বড় যুদ্ধটা হচ্ছিল, তা হঠাৎ থেমে গেল কি করে?” ভক্তটি বললঃ “আমেরিকার প্রেসিডেন্ট উইলসন চৌদ্দো দফা শর্ত দিয়ে সন্ধি করে মিটিয়ে দিলেন। তাই সকলে মেনে নেওয়ায় যুদ্ধটা বন্ধ হলো।” মা জিজ্ঞাসা করলেনঃ “কিরকম এবং কি কি শর্ত হলো?” সে বললঃ “পরস্পর পর রাজ্য অনাক্রমন, প্রীতির সহিত বসবাস, ক্ষতিপূরণ ইত্যাদি কতকগুলি শর্তে।” মা শুনে বললেন-“এতো খুব ভালো কথা, কিন্তু ওরা যা বলে সব মুখস্ত।” ভক্তটি ‘মুখস্ত’ কথাটির তাৎপর্য বুঝতে পারলেন না। মা তাই আবার বললেনঃ “যদি অন্তঃস্থ হতো তাহলে কথা ছিল না।” – পৃথিবী শান্ত হবে। তারপর কোন শর্ত বলবৎ হবে। নাকি আড়ালে-আবডালে হিজ হিজ হুজ হুজ। মানে ঘেঁটে ঘ। অফকোর্স মানুষের জীবন।

ঋণ স্বীকারঃ চিরন্তনী সারদা   

Published on: মার্চ ২৮, ২০২০ @ ২০:৪৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 2