মানুষের শান্তি বিঘ্নিত হলে কাউকে রেয়াত করা হবে না, পুলিশ স্বাধীনভাবে কাজ করবে-বাসন্তীর ঘটনার রেশ ধরে কড়া বার্তা দিলেন শোভন

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-সত্যজিৎ ব্যানার্জি

Published on: জানু ২০, ২০১৮ @ ২০:৫২

এসপিটি নিউজ, বারুইপুর,২০ জানুয়ারিঃ  যে কোন মৃত্যু দুর্ভাগ্যজনক। বাসন্তি নিয়ে যারা দলীয়  অন্তর্দ্বন্দ্ব বলছেন-তারা জেনে রাখুন মানুষের চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়। মানুষের শান্তি বিঘ্নিত হলে কাউকে রেয়াত করা হবে না। পুলিশ প্রশাসনকে আমি নিজে লক্ষ্য রাখতে বলেছি। পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। আইন আইনের পথে চলবে। প্রশাসন কড়া হবে। বাসন্তীর ঘটনা প্রসঙ্গে কড়া ভাবে বললেন দমকলমন্ত্রী তথা জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি শোভন চট্টোপাধ্যায়। শনিবার দুপুরে জয়নগর ২ ব্লক তৃনমূল কংগ্রেসের কর্মী সন্মেলনে বকুলতলা নতুন হাটে এসে এই কথা বলেন মন্ত্রী তথা জেলা তৃনমূল সভাপতি।

এই সন্মেলনে উপস্তিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। সাংসদ প্রতিমা মণ্ডল নস্করন,জেলা পরিষদের পূর্ত আধিকারিক আবু তাহের সরদার, জেলা যুব সম্পাদক সুবল মণ্ডল। এদিন মন্ত্রী কড়া ভাষায় আরও বলেন,বাসন্তি কাণ্ডে কাউকে গ্রেফতার করলে দল কোনও ব্যবস্থা নেবে না। শোভন চট্টপাধায় আরও বলেন, আগামিদিনে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এমন কোনও জায়গা থাকবে না যেখানে তৃনমূল পিছিয়ে থাকবে,সব পঞ্চায়েতেই উন্নয়নের ধারা বজায় থাকবে। জয়নগরে এসইউসিআই, সিপিএম-কে খুঁজেই পাওয়া যাবে না। আর তৃনমূল কংগ্রেস থেকে কেউ যাবে না, বিভ্রান্ত করা হচ্ছে,কেউ নেতা নন সবাই কর্মী।

আর বিজেপিকে আক্রমন করে শোভনবাবু বলেন, যারা ধর্মান্ধতার পক্ষে সেই জনতা দলকে খুঁজে পাওয়া যাবে না। এদিন মঞ্চ থেকে আগামি ২৮ জানুয়ারি জয়নগর ১ ব্লকের বহুরুতে তৃনমূল কংগ্রেসের সন্মেলনের কথা ঘোষণা করা হয়।এই সভার আহ্বায়ক হিসাবে জয়নগর তৃনমূল কংগ্রেসের সভাপতি গৌর সরকারের নাম ঘোষণা করা হয়। জয়নগর ১ ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি জিয়াউল হক মোল্লার নামও ঘোষণা করেন তিনি।

Published on: জানু ২০, ২০১৮ @ ২০:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 76 = 84