ভারতের প্রথম ডগ পার্ক হায়দরাবাদে, উদ্বোধন শীঘ্রই

দেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৭, ২০১৮ @ ১৭:০৫

এসপিটি নিউজ ডেস্কঃ চিল্ড্রেন্স পার্ক, সিনিয়র সিটিজেন্স পার্ক এমন কত পার্ক রয়েছে আমাদের দেশে। ছিল না ডগ পার্ক। এবার সেটাও হয়ে গেল হায়দরাবাদে। ভারতের প্রথম ডগ পার্ক। খুব শীঘ্রই এই পার্কের উদ্বোধন হবে।

এই পার্কটিতে কুকুরদের মুক্ত হাওয়ায় ঘোরাফেরা করা, দৌড়াদৌরি, লম্ফজম্ফ থেকে শুরু করে কুকুরদের সব রকমের প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে অত্যাধুনিক এই পার্কটিতে। থাকছে এদের জন্য বিশেষ পুল। একটি বিশেষ অ্যাম্পিথিয়েটারের ব্যবস্থা রাখা হয়েছে অন্যান্যদের জন্য।

কেনেল ক্লাব অব ইন্ডিয়া পার্কটিকে সার্টিফায়েড করেছে।

কিছুদিন আগেই আমেরিকার এক সংবাদপত্রের এক প্রতিবেদনে কুকুর-বিড়ালের উপর বিশ্বজুড়ে অত্যাচারের কথা প্রকাশ করে উদ্বেগ প্রকাশ কয়ার হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল শুধুমাত্র চিনে বছরে এক কোটির ও বেশি কুকুরকে মেরে হত্যা করে খাওয়া হয়। কুকুরের মাংস সেখানে খুব গ্রহণযোগ্য। শুধু চিন নয় প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে এশিয়ার বহু দেশে লাওস, ভিয়েতনাম এমনকি আমাদের ভারতেও নাকি কুকুর মেরে খাওয়া হয়। আমেরিকার সেই প্রতিবেদনে এভাবে কুকুর হত্যা বন্ধ করার আর্জি জানানো হয়েছে।

সেই দিক থেকে থেকে দেখতে গেলে হায়দরাবাদের এই ডগ পার্কটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে। এভাবে হায়দরাবাদ থেকে যদি শুরু হয় তাহলে আগামিদিনে ভারতের নানা জায়গায় যদি ডগ পার্ক গড়ে ওঠে তাহলে সেটা কিন্তু ভালোই হবে বলে মনে করছেন কুকুরপ্রেমীরা।

Published on: সেপ্টে ১৭, ২০১৮ @ ১৭:০৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

31 + = 40