মেডিক্যাল কলেজ করবে অ্যাডামাস, জানালেন শমিত রায়

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১০, ২০২৪ at ২৩:৪৭

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১০ ফেব্রুয়ারি:  শিক্ষাজগতে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত নাম অ্যাডামাস। তাদের ইন্টারন্যাশনাল স্কুল এবং ইউনিভার্সিটি সারা দেশে নাম কুড়িয়েছে। এবার তারা মেডিক্যাল শিক্ষার জগতেও প্রবেশ করতে চলেছে। গতকাল অ্যাডামাস ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংবাদ প্রভাকর টাইমস-এর প্রশ্নের জবাবে চ্যান্সেলর শমিত রায় জানালেন- “আমরা এবার মেডিক্যাল কলেজের দিকে এগোচ্ছি।“

সংবাদ প্রভাকর টাইমস-এর প্রশ্নের জবাবে অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ড. শমিত রায় বলেন- “আমাদের নতুন পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে। আমরা এই মুহূর্তে মেডিক্যাল কলেজের দিকে এগোচ্ছি। অ্যাডামাস ইউনিভার্সিটির ভিতরেই তা হবে। আর এছাড়াও আমরা একটা টেকনোলজি, ইনোভেশন, এবং স্টার্ট অফ আরম্ভ করেছি। আর কিছু দিনের মধ্যেই  জাতীয় স্তরে পৌঁছতে পারব।“

“১২০০ ছাত্র-ছাত্রী কনভোকেশনে এসছিলেন। আরও ৩০০জন আসতে পারেনি। তারা চাকরিতে রয়েছে। আগামিদিনে তাদেরও ডেকে দেওয়া হবে।“ যোগ করেন শমিতবাবু।

এই মুহূর্তে সারা ভারতের মধ্যে অ্যাডামাস ইউনিভার্সিটি কোন স্থানে আছে জানতে চাওয়া হয়েছিল। এসপিটি-কে জবাবে শমিত রায় বলেন- “ইউনিভার্সিটি তিন-চারটে বিষয়ের উপর নির্ভর করে। এক, রিসার্চ বা গবেষণা, দুই-খেলাধুলোর উপর। আমরা খেলাধুলার উপর ইস্টার্ন ইন্ডিয়া বা পূর্ব ভারতে দ্বিতীয় স্থানে আছি। আমরা সারা ভারতে ১৭০০ ইউনিভার্সিটির মধ্যে ২১তম স্থানে আছি। এ বছর অল ইন্ডিয়া ইউনিভার্সিটি প্রতিযোগিতা রয়েছে যা দিল্লি, হরিয়ানা কিংবা চন্ডীগড়ে হয়েছে তাতে আট থেকে দশটা স্বর্ণপদক আমরা জিতেছি। এবার যে খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা হবে সেখানে আমরা এক থেকে দশের মধ্যে আসতে পারব।“

“পশ্চিমবঙ্গের মধ্যে আমরা প্রথম স্থানে আছি।“ সংযোজন করেন শমিত রায়।

Published on: ফেব্রু ১০, ২০২৪ at ২৩:৪৭


শেয়ার করুন