কলকাতা মেট্রোরেল: রবিবার পিএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা, সোমবার থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা

Main রাজ্য রেল
শেয়ার করুন

Published on: ডিসে ৩, ২০২০ @ ১৮:১৬

এসপিটি নিউজ: করোনাকালে কলকাতা মেট্রোরেল যাত্রী সুবিধার কথা ভেবে ট্রেন পরিষেবা চালু করেছে। পাশপাশি তারা পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা প্রদান করে চলেছে। আগামী রবিবার পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার দিনেও তার ব্যতিক্রম ঘটছে না। ওই দিন কলকাতা মেট্রোরেল পিএসসি পরীক্ষার্থীদের জন্য দিয়েছে কিছু সুবিধা। পাশাপাশি সোমবার থেকে যাত্রীসাধারণের কথা মাথায় রেখে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা।

কলকাতা মেট্রোরেল সূত্রে জানা গেছে, আগামী রবিবার পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার কথা মাথায় রেখে তারা অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে ওইদিন কলকাতা মেট্রোরেল 68টি ট্রেনের পরিবর্তে মোট 74টি চালাবে। এখানেই শেষ নয়, মেট্রোরেল আরও জানিয়েছে যে রবিবার পরীক্ষার দিন পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোনও ই-পাস লাগবে না। শুধু মাত্র পরীক্ষার অ্যাডমিট দেখালেই তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।

তবে শুধু পরীক্ষার্থীদের কথাই ভাবছে না কলকাতা মেট্রোরেল। সাধারণ যাত্রীদের কথা ভেবে তারা সোমবার থেকেই আরও বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, সেই অনুযায়ী সোমবার থেকে দুই প্রান্ত থেকে সকাল সাড়ে আটটার পরিবর্তে সাতটায় সকাল সাতটায় এবং রাত নয়টার পরিবর্তে সাড়ে নয়টা নাগাদ শেষ ট্রেন ছাড়বে। দিনে আপ ও ডাউন মিলিয়ে 190টির পরিবর্তে মোট 204টি ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও কলকাতা মেট্রোরেল প্রবীণ নাগরিক, মহিলা এবং 15 বছরের কমবয়সীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করছে। এদের কারও ক্ষেত্রেই ই-পাস লাগবে না বলে স্থির হয়েছে। তাদের কারও ই-পাস লাগবে না। আর লাঘু থাকবে সকাল সাতটা থেকে আটটা এবং রাতে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত। এই সময় প্রবীণ নাগরিক, মহিলা এবং 15 বছরের কম বয়সীদের ক্ষেত্রে ই-পাসের প্রয়োজন নেই।

Published on: ডিসে ৩, ২০২০ @ ১৮:১৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1