প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার আগেই রায়বেরিলিতে পোস্টার-“মোদি ফিরে যাও”

Main দেশ
শেয়ার করুন

Published on: ডিসে ১৬, ২০১৮ @ ২১:৩৯

এসপিটি নিউজ ডেস্কঃ কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত উত্তরপ্রদেশের রায়বেরিলিতে পোস্টার ইস্যু নিয়ে সরগরম হয়ে উঠল রাজ্য-রাজনীতি। ইউপিএ চেয়ারপার্সেন সোনিয়া গান্ধীর সংসদীয় কেন্দ্র রায়বেরিলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা করার কথা। তার আগেই রায়বেরিলি শহরে পোস্টার পড়ল “মোদি ফিরে যাও”।

যদিও এই পোস্টারটি কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়নি এটা সমাজবাদী পার্টির যুব দলের এক নেতা্র নামে প্রকাশ করা হয়েছে। সপা-র যুবজন সভার এক নেতা নিজের ছবি সহ এক পোস্টার দিয়ে মোদি বিরোধী প্রচার করেছে। এই হোর্ডিং রায়বেরিলির ক্যানেল রোডে লাগানো হয়েছে।

ঠিক একইভাবে খরাজ অভিযান দ্বারা ডিগ্রি কলেজ, জেল গার্ডেন রোড, সিভিল লাইন্স ব্রিজের নীচে, নেহরু নগর সহ শহরের বহু জায়গায় দেখা গেছে এমন অনেক পোস্টার।যেখানে সর্বত্র মোদির বিরোধিতা করা হয়েছে। এই সব পোস্টা্রে অবশ্য কারও নাম দেখা যায়নি।

এই বিষয়ে অবশ্য বিজেপির জেলা সভাপতি রামদেব পাল এক সর্বভারতীয় হিন্দি দৈনিককে জানিয়েছেন- এখন তাদের একমাত্র নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচিতে মনোনিবেশ করা। পোস্টার নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না।কংগ্রেস জেলা সভাপতি বিকে শুক্ল অবশ্য এই ধরনের পোস্টার রাজনীতির বিরুদ্ধে মত দিয়েছেন। তিনি বলেন, কংগ্রেস এধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। এসব কেউ নিজের প্রচারের জন্য করেছে।

Published on: ডিসে ১৬, ২০১৮ @ ২১:৩৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

87 − 85 =