একটা সুযোগ নরেন্দ্র মোদিকে দিন, মোদি বাংলার উন্নয়ন এগিয়ে নিয়ে যাবেন

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ১১, ২০১৮ @ ১৮:৩২

এসপিটি নিউজ, কলকাতা, ১১ আগস্টঃ বিজেপির নজর যে প্রবলভাবে বাংলার উপর পড়েছে তা কিন্তু বোঝা গেল আজ শনিবার মেয়ো রোডে বিজেপির যুব মোর্চার সভায় অমিত শাহের বক্তৃতায়। ২০১৯ সালের লোক্সভাকে টার্গেট করে যে বিজেপি ঘর গোছানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে আর তাদের যে মূল লক্ষ্য বাংলা জয় সেটাও কিন্তু এদিন বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।এদিন তাই তিনি বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে বলেন-আপনারা কংগ্রেস, সিপিএম আর তৃণমূল কংগ্রেস সকলকে সুযোগ দিয়েছেন। কেউ উন্নয়ন করতে পারেনি। একবার নরেন্দ্র মোদিকে সুযোগ দিন, মোদি বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন। একই সঙ্গে রাজ্যের বিজেপি নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দেন-মনে রাখবেন দেশের ১৯টি রাজ্যে আমরা ক্ষমতায় থাকলেও দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির ভুমিতে না জেতা পর্যন্ত সেসবের কোনও দাম নেই।

এদিনের সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন- “যেদিন থেকে মমতাজির সরকার ক্ষমতায় এসেছে সেদিন থেকে রাজ্যে অরাজকতা শুরু হয়েছে। অরাজকতার এক সিরিজ মমতাজি চালিয়ে যাচ্ছে। এই অরাজকতা থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হলে এখানে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার তৈরি করতে হবে। তখন অরাজকতা থেকে মুক্তি মিলবে।”

এরপর তাঁর কটাক্ষ- “আগে বাংলায় রবীন্দ্র সংগীত শোনা যেত, রামকৃষ্ণের ভজন শোনা যেত, চৈতন্য মহাপ্রভুর কীর্তন শোনা যেত সেই বাংলায় আজ বোমাবাজির শব্দ শোনা যায়। রোজ খবর আসছে-আজ বোমার ফ্যাক্টরির সন্ধান মিলেছে, আজ পিস্তলের ফ্যাক্টরির সন্ধান মিলেছে। সমস্ত কারখানা বন্ধ হয়ে আছে আর তৃণমূল কংগ্রেসের শাসনকালে বোমা-পিস্তলের কারখানার সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে।অপরাধের সমস্ত রেকর্ড বাংলা ভেঙে দিয়েছে। অপরাধ মুক্ত সরকার যদি চান, পুরনো বাংলার সংস্কৃতির সরকার যদি চান তাহলে তৃণমূল কংগ্রেসের জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে আসতে হবে।”

অমিত শাহ বিজেপির নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন- বিজেপির কোনও নেতা বলে দেশের ১৯টি রাজ্যে বিজেপির সরকার আছে। ভারতের ৭০ শতংশ এলাকায় বিজেপির সমর্থন আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতা গর্ব করে বলে-বাংলায় তো নেই। আমি এই মঞ্চে দাঁড়িয়ে এ রাজ্যের সমস্ত নেতা-কর্মীদের বলতে চাই-এই ১৯ রাজ্যের সরকারের কোনও দাম নেই যতদিন না বাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে, রামকৃষ্ণের মাটিতে, চৈতন্যের মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার না হচ্ছে আমাদের বিজয়রথ যেন থেমে না থাকে।” এরপর তিনি প্রশ্ন করেন-“আপনারা বলুন, বাংলায় আপনারা পরিবর্তন করবেন? যদি না হয় তাহলে ছুঁড়ে ফেলে দিন তৃণমূল কংগ্রেসকে। এখানে ভারতীয় জনতা পার্টির সরাকার বানান। তবেই বাংলায় উন্নয়ন সম্ভব। যখন স্বাধীন হয়েছিল তখন জিডিপি-তে ২৫ শতংশ যোগদান ছিল। যখন কংগ্রেসের শাসন চলে গেল তখন তারা ১৩ শতাংশ করে দিল। কমিউনিস্ট শাসনকালে চার শতাংশ করে দিল। আর এখন মমতাজি ক্ষমতায় এসে তা তিন শতংশ করে দিল।উন্নয়নের হার বাংলায় ২৫ শতাংশ থেকে নেমে ৩ শতাংশ হয়ে গেল। কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস তিন দলকে মানুষ সুযোগ দিয়েছে। তারা কেউ বাংলার উন্নয়ন করতে পারেনি। এবার একটা সুযোগ তো নরেন্দ্র মোদিকে দিন, মোদি বাংলার উন্নয়ন এগিয়ে নিয়ে যাবেন।ইউপিএ সরকার বাংলাকে ১ লাখ ৩২ হাজার কোটি টাকা দিয়েছিল। কেন্দ্রের এনডিএ সরকার এসে বাংলাকে ৩ লাখ ৫৯ হাজার কোটি টাকা দিল।কি হল সেই টাকা, কোনও জবাব নেই।”

Published on: আগ ১১, ২০১৮ @ ১৮:৩২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 − = 26