এই মুহূর্তে বড় খবর- CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির 2020 পরীক্ষা বাতিল করল বোর্ড

Main কোভিড-১৯ দেশ শিক্ষা
শেয়ার করুন

বোর্ড তাদের সিদ্ধান্ত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে।
পুনঃনির্ধারিত পরীক্ষাগুলি জুলাই 1-15 থেকে অনুষ্ঠিত হত।

Published on: জুন ২৫, ২০২০ @ ১৪:২৮

এসপিটি নিউজ, ২৫ জুন:  CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির বর্ডের পরীক্ষা বাতিল করে দিল কেন্দ্র। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানানো হয়েছে। ইতিপূর্বে এক অভিভাবক দেশে করোনা ভাইরাস মহামারীর পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াটা বাচ্চাদের পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আশঙ্কা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। কোর্ট বোর্ডকে বিষয়টি বিবেচনা করে দেখার পরামর্শ দিয়েছিল।অবশেষে বোর্ড আজ সমস্ত পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে দিল।

বোর্ডের দিকেই তাকিয়েছিল পরীক্ষার্থীরা

বোর্ড জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে না। তবে এই পরিস্থিতিতে কী করনীয় তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই বোর্ড) এই বছরের ১০ম শ্রেণি, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ২০২০ বাতিল করেছে, বোর্ড বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে তা জানিয়ে দিয়েছে। পুনঃনির্ধারিত পরীক্ষাগুলি জুলাই 1-15 থেকে অনুষ্ঠিত হত। 2020 সালে সিবিএসই বোর্ড-এর পরীক্ষায় অংশ নেওয়া কয়েক লক্ষ শিক্ষার্থী পরীক্ষার বিষয়ে সিবিএসই বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়েছিল।

সুপ্রিম কোর্ট সিবিএসইকে পরীক্ষা নিয়ে বিষয়টি বিবেচনা করে দেখতে বলেছিল

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট সিবিএসইকে দেশে করোনাভাইরাস সংক্রমণের ক্রমবর্ধমান কেস বিবেচনায় দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিষয়টি বিবেচনা করে দেখতে বলেছিল।

কোভিড- 19 মহামারীটি উদ্ধৃত করে বোর্ডের বাকি পরীক্ষা বাতিল করার জন্য অনুরোধ জানানো এমন এক পিতা-মাতার আবেদনের জবাবে আদালত এই পরামর্শ দেন।

তাদের আবেদনে অভিভাবকরা বলেছিলেন যে এই পর্যায়ে 15,000 টিরও বেশি কেন্দ্র জুড়ে পরীক্ষা পরিচালনা করা অকারণে বাচ্চাদের কোভিড -১৯ মহামারীর ঝুঁকির মুখে ঠেলে দেবে।

এখন কি হতে পারে

তবে মনে করা হচ্ছে যে এটি বোর্ডের অভ্যন্তরীণ মূল্যায়ন এবং মার্চ মাসে নেওয়া অনুশীলন ও পরীক্ষায় তাদের পারফরম্যান্সের ভিত্তিতে অবশিষ্ট কাগজপত্রের জন্য শিক্ষার্থীদের ব্যাপারে নম্বর বরাদ্দ করতে বলেছে।

Published on: জুন ২৫, ২০২০ @ ১৪:২৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1