খুব শীঘ্রই চারধাম যাত্রা খুলতে পারব, টিটিএফ-এ জানালেন উত্তরাখণ্ডের ট্যুরিজম ডিরেক্টর

Main কোভিড-১৯ দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১১, ২০২১ @ ১১:৩১
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১১ সেপ্টেম্বরঃ শুক্রবার থেকে কলকাতায় শুরু হয়েছে ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার। সেখানে অংশ নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে উত্তরাখণ্ডের ট্যুরিজম ডিরেক্টর বিবেক চৌহান জানিয়ে দিলেন- খুব শীঘ্রই হয়তো তারা চারধাম যাত্রা সাধারণের জন্য খুলে দিতে পারবে। এদিন তিনি পর্যটন শিল্প নিয়ে টিটিএফ-এর ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন। সেইসঙ্গে তিনি উত্তরাখণ্ডের পর্যটনের প্রসার নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

শুক্রবার কলকাতায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার ২০২১। গত এক বছরেরও বেশি সময় ধরে যেভাবে করোনা মহামারী প্রভাব ফেলেছে তার ফলে পর্যটন শিল্প ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাংঘাতিকভাবে। সেই জায়গা থেকে পর্যটন শিল্পকে বাঁচানোর প্রয়াস নিয়েছে দেশের সমস্ত ট্যুরিজম সেক্টরের কর্তাব্যক্তিরা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় ‘দেখো আপনা দেশ’-এর আওতায় দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস নেওয়া হয়েছে।

এদিন উত্তরাখণ্ডের ট্যুরিজম ডিরেক্টর বিবেক চৌহান বলেন- ” মানুষ এখন ঘরে বসে কাজ করতে করতে হাপিয়ে উঠেছে। সারা দেশ করোনা মহামারীর বিরুদ্ধে লড়ছে। উত্তরাখণ্ড পর্যটন তারা তাদের দিক থেকে সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা চাই মানুষ আসুক। এখন তো বহু মানুষ ঘুরতে বেড়িয়ে পড়েছে। আমাদের উত্তরাখণ্ডের জলবায়ু অত্যন্ত স্বাস্থ্যকর। তাই সেখানে ঘুরতে গেলে মানুষের ভালোই লাগবে। ধীরে ধীরে লকডাউন শিথিল হতেই আমরা একাধিক দিক খুলতে শুরু করেছি। আশা করছি, খুব শীঘ্রই চারধাম যাত্রা সাধারণের জন্য খুলে দিতে পারব। ”

টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবিও উত্তরাখণ্ডের ট্যুরিজম ডিরেক্টরের সাথে একমত। তিনিও জানালেন যে এখন আগের চেয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। মানুষও বেড়িয়ে পড়েছে। পুজোর বুকিং এখন পুরোদমে চলছে। আগামী কয়েক মাসে পর্যটন শিল্পের সম্ভাবনা প্রসার লাভ করবে।

Published on: সেপ্টে ১১, ২০২১ @ ১১:৩১


শেয়ার করুন