মায়াপুর ইসকনে রাধাকৃষ্ণের ঝুলনযাত্রাঃ ঘুরে আসুন 11-15 আগস্টের মধ্যে কোনও একদিন

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

ইসকন মায়াপুরে 11 থেকে 15ই আগস্ট পর্যন্ত পাঁচদিন ধরে মহাসমারোহে পালিত হবে এই ঝুলনযাত্রা ও রাখীপূর্ণিমা উৎসব।

‘ঝুলন ও রাখী পুর্ণিমা উৎসব দেশভক্তি, দেশপ্রেম ও আধ্যাত্মিক বিকাশ সাধনের উৎসব।’

  Published on: আগ ১০, ২০১৯ @ ২০:৫৮

এসপিটি নিউজ, মায়াপুর, ১৪ আগস্টঃ মন চাইলেও বৃন্দাবনে যেতে পারেন না। সেক্ষেত্রে ঝুলনযাত্রায় মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরে এলে মনের স্বাদ মিটতে পারে। মায়াপুরের ইসকন রাধাকৃষ্ণের ভক্তদের জন্য রীতিমতো এক মহামিলনের উৎসবের আয়োজন করেছে। যেখানে এলে আপনার মনের মণিকোঠায় ভেসে উঠবে পরেমেশ্বর ভগবান রাধাকৃষ্ণের ঝুলনযাত্রার অপ্রাকৃত ছবি। ইসকন মায়াপুরে 11 থেকে 15ই আগস্ট পর্যন্ত পাঁচদিন ধরে মহাসমারোহে পালিত হবে এই ঝুলনযাত্রা ও রাখীপূর্ণিমা উৎসব। এই সুযোগ হাতছাড়া করবেন না।ঘুরে আসুন কোনও একদিন।

ঝুলনযাত্রায় কি হবে

মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, 11ই আগস্ট বিকেল পাঁচটায় ইসকনের চন্দ্রোদয় মন্দির থেকে শ্রীশ্রীরাধামাধবকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে ঝুলন মন্ডপে নিয়ে যাওয়া হবে। রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে আরতি কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, দীপদান এবং প্রসাদ বিতরণ। এই অনুষ্ঠানে দেশ-বিদেশের ভক্তরা অংশ নিয়ে থাকেন।

কিভাবে সাজিয়ে তোলা হয়েছে ঝুলন মন্ডপ

সারা বছর ধরে গড়ে তোলা হয় ঝুলন মন্ডপটি। গুরুকুল ও গোশালার পাশে অবস্থিত ঝুলন মন্ডপটি।প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর, সুশীতল ছায়ানীড়, ফুল আর ফলে ভরা বনরাজি আর আলোকমালায় সজ্জিত কৃত্রিম আলোক ফোয়ারার কলতানে মুখরিত এই স্থান আপনাকে পৌঁছে দেবে এক অপ্রাকৃত জগতে। জনসংযোগ আধিকেরিক রসিক গৌরাঙ্গ দাস এমনটাই বলছিলেন।

ইসকনের নজরে ঝুলন উৎসব

ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস-এর কথায়-“ঝুলন প্রেমের উৎসব, মিলনের উৎসব, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মহামিলনের উৎসব। পরস্পরকে আপন করে নেওয়ার উৎসব। ঝুলন ও রাখী পুর্ণিমা উৎসব দেশভক্তি, দেশপ্রেম ও আধ্যাত্মিক বিকাশ সাধনের উৎসব। এই উৎসবকে সামনে রেখে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হোক প্রেম, মৈত্রী, ভালবাসা, দৃঢ় হোক মানব মেলবন্ধন।”

Published on: আগ ১০, ২০১৯ @ ২০:৫৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

57 − = 55