“আর কত মার খাব আমরা” – রাস্তায় বসে অসহায় শিক্ষক-শিক্ষিকাদের প্রশ্ন

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৩, ২০১৮ @ ২০:৩৬

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বরঃ কিছুদিন আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন-এবার থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের কোনও প্রবেশাধিকার থাকবে না। কিন্তু তারপরও সেই বহিরাগতদের হাতে মার খেতে হল ডেবরা কলেজের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকাকে। প্রহৃত শিক্ষক-শিক্ষিকারা ডেবরা বালিচক রাস্তা অবরোধ করে।নিজেদের নিরাপত্তা ও কলেজের শান্ত-শৃঙ্খলার প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন।

এরপর ফের ডেবরা কলেজের ছাত্ররা পথ অবরোধ করে। তাদের দাবি- কলেজে নতুন অধ্যক্ষাকে যোগ দিতে দেওয়া হবে না। এর প্রতিবাদ জানাতে গিয়েই কলেজের শিক্ষক-শিক্ষিকারা প্রহৃত হন। তারই প্রতিবাদে প্রথমে তারাই পথ অবরোধ করেন। নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রাস্তা বসে পড়েন। প্রশ্ন তোলেন-“আর কতদিন কলজে পড়াতে এসে কিছু বাইরের ছেলের হাতে মার খেতে হবে।এটাই কি আমাদের প্রাপ্তি? শিক্ষকদের কি কোনও সম্মান নেই। কথায় কথায় শিক্ষকদের গাতে হাত তোলা এ কোন ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে, বলতে পারেন? সত্যিই বড় অসহায় লাগছিল এইসব শিক্ষক-শিক্ষিকাদের।

এরই মধ্যে কলেজের ছাত্ররা আবার অবরোধ শুরু করে দেয়। ছাত্রদের এই ইন্ধনে মদত দিয়ে যাচ্ছিল ডেবরা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ বলে অভিযোগ। তাদের এমন কাজে যদিও দলের সায় ছিল না। দল সতর্ক করা সত্ত্বেও তারা তা মেনে নেয়নি। এরপর পুলিশ দিয়ে অবরোধ তুলে দেওয়া হয়। লাঠি চার্জও চলে। পাঁচ ছাত্রকে আটকও করা হয়।

এরপরই কলেজের নতুন অধ্যক্ষা হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন রূপা দাশগুপ্ত। এর আগে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন সুতপা পাল। রূপা দাশগুপ্ত্র যোগাদানের খবর কলেজে আসতেই শুরু হয়ে যায় চাপান-উতর। কলেজ ক্যাম্পাসে ছাত্ররা বিষয়টি মেনে নিতে পারছিল না। তারা রূপা দাশগুপ্তর যোগদান আটকাতে চাইছিল। আর তা নিয়ে কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে তাদের বচসা হয়। আর তখনই কিছু বিহিরাগত শিক্ষকদের উপর চড়াও হয়। তাদের মারধরও করে।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি জানান, সরকারি সিদ্ধান্তের যারা বিরোধিতা করবে তাদের রেয়াত করা হবে না। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা এজন্য ডেবরা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমর পাল-কে ওই পদ থেকে সরিয়ে দিয়েছি।

Published on: সেপ্টে ১৩, ২০১৮ @ ২০:৩৬

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 79 = 87