রাজস্থান দিবস ২০২২: ৩০ মার্চ কলকাতায় রাজস্থান তথ্য কেন্দ্রে মহাসমারোহে উদযাপিত হতে চলেছে

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ২৮, ২০২২ @ ১২:০৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ মার্চ: দীর্ঘ দু’বছর বাদে কলকাতা মহানগরে রাজস্থান ইনফরমেশন সেন্টার কমার্স হাউসে মহাসমারোহে উদযাপিত হতে চলেছে রাজস্থান দিবস 2022। এই খবর জানিয়েছেন, কলকাতায় রাজস্থান তথ্য কেন্দ্রের সহকারী পরিচালক হিংলাজ দন রত্নু।

রাজস্থান তথ্য কেন্দ্রের সহকারী পরিচালক হিংলাজ দন রত্নু বলেন

রাজস্থান তথ্য কেন্দ্রের সহকারী পরিচালক হিংলাজ দন রত্নু বলেন- দীর্গ দু’বছরের ব্যবধানের পর, এই বছর রাজস্থান দিবস উদযাপন সমারোহ কলকাতায় রাজস্থান সরকারের তথ্য কেন্দ্রে বিশেষভাবে পালিত হবে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন  এবং এখানে তারা রাজস্থান দিবসে নিজেদের মতামত প্রকাশ করবেন। এখানে রাজস্থানের উন্নয়নে অর্জন সম্পর্কে জনগণের অংশগ্রহণ বজায় থাকবে।

এ কর্মসূচীতে পর্যটন, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, সমাজকর্মী, উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে/ অনুশঠানে প্রধান অতিথি থাকবেন ভরতপুরের শ্রী রাজ সিং জি, যিনি দেশের একজন সুপরিচিত পর্যটন বিশেষজ্ঞ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, সংস্কৃতি কর্মী শ্রী প্রহ্লাদ রায় জি গোয়েঙ্কা, রাজস্থান দিবসের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন একজন প্রগাঢ় পণ্ডিত, সাহিত্যিক শ্রী রতন শাহ জি।এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমেরিকার ফ্লোরিডা থেকে আসা হুই এশিয়া ডেস্টিনেশন স্পেশালিস্ট ম্যাডাম ইভা কোয়ালস্কি।যোগ করেন হিংলাজ দন রত্নু।

এবার দেখে নেওয়া যাক রাজস্থান দিবসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

  • ৩০ মার্চ রাজস্থান দিবস পালিত হয়ে থাকে। রাজ্যের প্রতিষ্ঠা দিবসের শুভ ক্ষণ হিসেবে দিনটি আয়োজন করা হয়ে থাকে।
  • ১৯৪৯ সালের ৩০ মার্চ, রাজস্থান আধিকারিকদের হাতে আসে, যখন এই রাজপুতানা ক্ষেত্র ভারতের অন্তর্ভুক্ত হয়।
  • জেনে রাখুন এলাকার দিক থেকে রাজস্থান ভারতের সবচেয়ে বড় রাজ্য।
  • সপ্তম শতাব্দীতে এখানে চৌহান রাজপুতদের উত্থান বাড়তে থাকে এবং দ্বাদশ শতাব্দী পর্যন্ত তারা এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
  • ১৮৫৭ সালে বিদ্রোহের পর মানুষ স্বাধীনতা আন্দোলনে অংশ্ব নিতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে একজোট হয়েছিলেন। এবং ১৯৩৫ সালে ইংরেজ শাসনকালে ভারতে প্রান্তীয় স্বায়ত্তশাসন চালু হওয়ার পর রাজস্থানে নাগ্রিকদের স্বাধীনতা তথা রাজনৈতিক নেতাদের কাছে আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে।
  • ১৯৪৮ সালে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রদেশকে এক করার প্রক্রিয়া শুরু হয়, যা ১৯৫৬ সালে রাজ্যের পুনর্গঠনের আইন লাগু হওয়া পর্যন্ত জারি ছিল।
  • রাজস্থানের পশ্চিম সীমায় পাকিস্থান, যেখানে উত্তরে পাঞ্জাব, উত্তর-পূর্ব দিকে হরিয়ানা, পূর্বে উত্তর প্রদেশ, দক্ষিণ-পূর্বে মধ্য প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমে গুজরাট অবস্থিত।
  • রাজস্থান ভৌগোলিক আকারে ৯টি এলাকায় বিভক্ত এবং এই সমস্ত এলাকাই রাজকীয় এবং শৈল্পিক দৃষ্টিতে অত্যন্ত সমৃদ্ধ।
  • রাজ্যে দু’টি জাতীয় ব্যাঘ্র প্রকল্প আছে- সওয়াই মাধোপুরে রণথম্বোর জাতীয় উদ্যান এবং আলোয়ারে সরিষ্কা টাইগার রিজার্ভ।
  • রাজস্থানের ইতিহাস প্রাগৈতিহাসিক যুগ থেকেই শুরু হয়। এখানে পূর্ব ৩০০০ থেকে ১০০০-এর মধ্যে এখানকার সংস্কৃতি সিন্ধু উপত্যকার মতো ছিল।

কলকাতায় অনুষ্ঠিত এবারের রাজস্থান দিবস এবার তাই এক অন্য মাত্রা পেতে চলেছে বলে মনে করছেন অনেকেই।

Published on: মার্চ ২৮, ২০২২ @ ১২:০৯


শেয়ার করুন