আজ যমুনোত্রী ধামের দ্বার খুলতেই চারধাম খোলার প্রক্রিয়া শুরু

Main দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

এসপিটি নিউজ ব্যুরোঃ অক্ষয় তৃতীয়ার পুন্য তিথি উপলক্ষে যমুনোত্রী ধামের দ্বার আজ পূর্ণ রীতি ও সনাতন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খোলা হয়। সেই সঙ্গে চারধামের দ্বার খোলার প্রক্রিয়া শুরু হয়ে গেল। করোনার সংক্রমণের কারণে বিশ্ব বিখ্যাত চারধাম যাত্রার ভার্চুয়াল দর্শনের ব্যবস্থা করা হয়েছে।এদিন যমুনোত্রী ধাম খোলার সংগে সঙ্গেই প্রথম পুজো দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেই।

শুক্রবার দুপুর সোয়া বারোটায় শুভ মুহূর্তে যমুনোত্রী ধামের দরজা খোলা হয়েছিল। করোনার সংক্রমণের কারণে চারধাম যাত্রা স্থগিত হওয়ার কারণে কপাট উদ্বোধন উপলক্ষে মাত্র ২৫জন (তীর্থ পুরোহিত এবং বাজগী) উপস্থিত ছিলেন। ধামে প্রথম পুজো ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে।

উত্তরাখণ্ড চারধাম দেবস্থানম ম্যানেজমেন্ট বোর্ডের অতিরিক্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা বিডি সিং যমুনোত্রী মন্দির কমিটির অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর নামে ১১০১ টাকা জমা করেন। অন্যদিকে, মা গঙ্গার উৎসব ডোলি তার শীতকালীন আবাস মুখোয়া (মুখিমঠ) থেকে গঙ্গো্ত্রীর উদ্দেশ্যে রওনা হয়। ধামের দরজা আজ সকাল সাড়ে সাতটায় অক্ষয় তৃতীয়ার উদয় বেলায় খোলা হবে। এ ছাড়া বাবা কেদারের পঞ্চমুখী চল বিগ্রহ উৎসব ডোলি শীতকালীন আবাস ওমকারেশ্বর মন্দির উখিমঠ থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে। যেখানে তৃতীয় কেদার বাবা তুঙ্গনাথের চলন্ত দেবদেবীর উৎসব ডোলি শীতকালীন পশ্চাদপসরণ মক্কুমঠ থেকে তুঙ্গনাথের উদ্দেশ্যে যাত্রা করেছে।

শনিদেবের নেতৃত্বে দেবী যমুনার উৎসব ডোলি শীতের আবাসস্থল, খারসালি (খুশামঠ) থেকে যমুনোত্রীর উদ্দেশ্যে রওনা হয়। ডোলি সকাল সাড়ে এগারোটায় যমুনোত্রী ধামে পৌঁছয় এবং মন্দিরের দরজা দুপুর সোয়া বারোটায় খোলা হয়েছিল। যমুনোত্রী মন্দির কমিটির সহসভাপতি রাজ্বরূপ ইউনিয়াল বলেন যে কপাট উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর নামে পুজো দেওয়ার সময় মন্দিরের পুরোহিতরা মা যমুনার কাছে করোনার হাত থেকে দেশকে মুক্ত করার প্রার্থণা জানান।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

73 + = 77