আমগাছে মুকুল এলেও কুয়াশায় তা ঝরেও যায়-বললেন মানস, জানালেন, এই জয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, সবংবাসীর জয়

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল      ছবি-রামপ্রসাদ সাউ

Published on: ডিসে ২৪, ২০১৭ @ ২১:১৮

এসপিটি নিউজ, সবং, ২৪ ডিসেম্বরঃ তাঁর সম্পর্কে বিরোধীরা অনেক কথাই বলেছিলেন। তৃণমূল সাংসদ মান্সভুঁইয়া আগেই জানিয়ে রেখেছিলেন এর জবাব তিনি ভোটের ফলাফল বেরোনোর পরেই দেবেন।ফলাফল বের হওয়ার পর দলের সাংবাদিক সম্মেলনে তিনি তাঁর জবাব দিতে ভোলেননি। বিজেপি ও ঐ দলে যোগ দেওয়া মুকুল রায়কে লক্ষ্য করে তিনি বলেন,শীতের আগে আম গাছে মুকুল আসে, শীতের সময় কুয়াশায় সেই মুকুল আবার ঝরেও যায়। ভাড়াটে লোকজন নিয়ে এসে সবং জূড়ে দাপিয়ে বেড়িয়ে অনেক বড় বড় কথা বলেছিল তারা। সবংবাসী তাদের উপযুক্ত জবাব দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি রীতিমতো ক্ষোভের সঙ্গে বলেন,সবং-এর মানুষ নরেন্দ্র মোদীর গালে থাপ্পর মেরে উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন।

খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে আজ সকাল আটটায় ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শুরু হয়। ভোট গণনার ফলাফলে প্রতি রাউন্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানী ভুঁইয়ার জয়ের ব্যবধান বাড়তে থাকায় তৃণমূল সমর্থকরা আতস বাজি ফাটিয়ে আবির মেখে উল্লাসে মেতে ওঠেন। ব্যান্ডপার্টির তালে তালে নাচতে শুরু করেন তারা। আর ঠিক সেই সময়ে দেখা গেল বিজেপি শিবিরে একেবারে উল্টো ছবি।বিষাদের ছায়া। ভোটের ফলাফল বের হওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ মানস ভুঁইয়া, জেলা সভাপতি অজিত মাইতি, প্রার্থী গীতারানী ভুঁইয়া, যুব সভাপতি রমাপ্রসাদ গিরি প্রমুখ। তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি বলেন, এই জয় মা-মাটি-মানুষের জয়। এই জয় কুতসা, অপপ্রচারের বিরুদ্ধে শান্তি ও উন্নয়নের জয়। সবং-এর মানুষ নরেন্দ্র মোদীর গালে থাপ্পর মেরে উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন বলে জানান জেলা সভাপতি।তিনি বলেন, এই জয়ের ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল আরও বাড়াবে। আগামী ২৬ ডিসেম্বর পষচিম মেদিনীপুর জেলার প্রতিটি এলাকায় মিছিল, পদযাত্রা করে সর্বস্তরের মানুষজনকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে।

মানস ভুঁইয়া বলেন, এই জয় দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সবং-এর ৩০৬টি বুথের জণগনকে উতসর্গ করা হল। তিনি বলেন শীতের আগে আমগাছে মুকুল আসে, শীতের সময় কুয়াশায় মুকুল ঝরে পরে যায়। বিজেপি ভাড়াটে লোকেদের এনে যে ভাবে সবং কেন্দ্রে দাপিয়ে বড় বড় কথা বলে ছিল, সবং-এর জণগন তার উপযুক্ত জবাব দিয়েছেন।তিনি এই জয় যেমন দলনেত্রীকে উতসর্গ করেছেন ঠিক তেমনই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জী, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, সৌমেন মহাপাত্র প্রমুখদের প্রতি কৃতজ্ঞতা জানান।বিজয়ী প্রার্থী গীতারানী ভুঁইয়া বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছিলেন। তাই এই জয় আমি তাকেই উতসর্গ করলাম। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও নির্দেশ নিয়ে সবং-এর উন্নয়নে কাজ করব। এটাই হবে আমার লক্ষ্য।

Published on: ডিসে ২৪, ২০১৭ @ ২১:১৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =