রেলচত্বরে মাস্ক না পরলেই দিতে হবে ৫০০টাকা জরিমানা

Main কোভিড-১৯ দেশ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: এপ্রি ১৮, ২০২১ @ ১৬:৫৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৮ এপ্রিলঃ করোনা মহামারী ঘিরে ধীরে ধীরে সব ক্ষেত্রেই কঠোর হচ্ছে আইন। এবার কেন্দ্রীয় সরকারের করোনা নিয়ে বিধিনিষেধের দিকে তাকিয়ে এবার ভারতীয় রেল জারি করল কড়া আইন। তাতে বলা হয়েছে- রেলচত্বর কিংবা রেলে ভ্রমণকারী যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। তা না হলে সেই মানুষটিকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।রেলওয়ে বোর্ডের এক্সিকিউটিভ ডাইরেক্টর, প্যাসেঞ্জার মার্কেটিং নীরজ শর্মা এই মর্মে নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা দেশের সমস্ত আঞ্চলিক রেলের কার্যালয়ে পৌঁছে গেছে।

গতকাল ১৭ এপ্রিল ভারত সরকারের রেল মন্ত্রণালয়ের রেলওয়ে বোর্ড এক নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় পরিষ্কার করে বলা হয়েছে- ২০১২ সালের ৭৬ নম্বর সার্কুলারকে তারা অনুসরণ করেছে। যেখানে রেলের চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে তাকে ফাইন দিতে হবে। সেই সার্কুলারকে সামনে এনে ভারতীয় রেল এবার করোনা মহামারীর থেকে সাবধানতা অবলম্বন করতে জরিমানার পথে হাঁটল।

রেলওয়ে বোর্ড জানিয়ে দিয়েছে- রেলের চত্বরে তা সে রেলস্টেশন হোক কিংবা রেলের যে কোনও এলাকা এবং অবশ্যই রেলে ভ্রমণকারী যাই হোক না কেন তাদের সকলকেই মুখে মাস্ক পরতেই হবে। এটা বাধ্যতামূলক। মাস্ক পকেটে ঢুকিয়ে রাখা কিংবা ব্যাগের মধ্যে রাখা আর চেকিং-এর সময় মুখে মাস্ক পরে নেওয়া তা হবে না।সেক্ষেত্রে আরপিএফ প্রয়োজনে সেই ব্যক্তিকেও ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে।

ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, পথে-ধাটে তো তো বটেই মুখে অনেকেই মাস্ক পরছেন না।এমনকি ট্রেনের কামরাতেও বেশ কিছু মানুষ মাস্ক পরাকে কোনও রকম আমলই দিচ্ছে না। কিছু যাত্রী তাদের বলতে গিয়ে হয়রান হচ্ছে। ইতিমধ্যে শিয়ালদা মেইন শাখায় বেশ কয়েকবার আরপিএফ মুখে মাস্ক না পরা যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দিয়েছেন। তা নিয়েও অনেক কথা হয়েছে। বহু যাত্রী যারা মাস্ক পরার বিষয়ে সচেতন এবং যারা করোনা বিধিনিষেধ মেনে চলতে অভ্যস্ত তারা মনে করছিল- এ বিষয়ে একটি করা আইন আনা অত্যন্ত জরুরী।

অবশেষে রেলওয়ে বোর্দ এই করা আইন কার্কর করল। এখন থেকে স্টেশনে ঢুকলেই আপনাকে মুখে মাস্ক পরতেই হবে। শুধু স্টেশন চত্বরই নয় ট্রেনে চাপলেই মুখ মাস্ক দিয়ে ঢাকতে হবে। যে কোনও সময় আরপিএফ আপনার উপর নজর রাখবে। অন্যথা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আগামী ছয় মাসের জন্য এই আইন বলবৎ থাকবে।

Published on: এপ্রি ১৮, ২০২১ @ ১৬:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 3 =