কেশিয়াড়িতে পুলিশকে দিলীপের হুমকিঃ তৃণমূলের দালালি করলে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হবে

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                   ছবি- বা্পন ঘোষ

Published on: ডিসে ১২, ২০১৮ @ ২১:২৬

এসপিটি নিউজ, কেশিয়াড়ি, ১২ ডিসেম্বরঃ তাঁর মুখে এর আগেও আক্রমনাত্মক কথা শোনা গেছে। আবারও শোনা গেল বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে।দলের এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে এসে কেশিয়াড়িতে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সরাসরি পুলিশকে হুমকি দিয়ে বলেন-“আপনারা তৃণমূলের দালালি করবেন না। যারা তৃণমূলের দালালি করছেন সেইসব পুলিশ কর্মীদের রাস্তায় মাটিতে ফেলে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হবে।”

“বিজেপির পঞ্চায়েত সমিতি ভাঙাতে এলে তৃণমূল কর্মীদের পুঁতে ফেলা হবে, উর্দি খুলে চামড়া তুলে নেওয়া হবে পুলিশের।পুলিশ বলে ক্ষমা করা হবে না।” ঠিক এই ভাষাতেই আক্রমণ চালালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

পশ্চিম মেদিনীপুর জেলায় ২১টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২০টি দখল করেছে তৃণমূল কংগ্রেস।কেবল মাত্র কেশিয়াড়ি দখল করেছে বিজেপি। এই পঞ্চায়েত সমিতির ২৫টি আসনের মধ্যে ১৩টিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেস ১২টিতে জয়ী হয়েছে। এখনও এই পঞ্চায়েত সমিতি গঠিত হয়নি। তাই কেশিয়াড়ি পঞ্চায়েত গঠনের দাবিতে এদিন বিজেপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। আর সেখানেই বিজেপি রাজ্য সভাপতি রাজ্য সরকার ও পুলিশের প্রতি বেশ আক্রমনাত্মক ছিলেন।

পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীর নিরিখে সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেশিয়াড়িতে এসে সাংগঠনিক ক্ষমতা তুলে দেন রাজ্যে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। উদ্দেশ্য ক্ষমতা ফিরিয়ে এনে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি দখল করা। এ প্রসঙ্গে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতির হুমকি- “কংগ্রেস ভেঙেছেন, সিপিএম ভেঙেছেন, বিজেপিকে ভাঙতে চাইলে সরকার ভেঙে দেবো।”

বক্তব্যের শুরুতেই দিলীপ ঘোষ রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন-“দিদি শুভেন্দু অধিকারীকে কেশিয়াড়ি দখলের দায়িত্ব দিয়েছে। যদি বাপের বেটা হয় তাহলে শুভেন্দু অধিকারী কেশিয়াড়িতে এসে কেশিয়াড়ি দখল করুক।” দিলীপের হুঙ্কার-“কেশিয়াড়ি আমরা যে কোনভাবেই রক্ষা করব।”পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয় কেশিয়াড়িতে ।

এরপর আরও আক্রমনাত্মক হয়ে ওঠেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের হুঁশিয়ারি-“আগুনে হাত দেবেন না। আগুনে হাত পুড়ে যাবে।তৃণমূলের নেতাদের ছেড়ে কথা বলা হবে না। বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে সেই হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।” পাশাপাশি তৃণমূলকে ছাগলের তৃতীয় সন্তান বলেও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি।

এরপর রথযাত্রা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন-“বিজেপির রথযাত্রা হবে। কেউ রথযাত্রা আটকাতে পারবে না।” যদিও পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি নিয়ে একটি কথা বলেননি তিনি।

Published on: ডিসে ১২, ২০১৮ @ ২১:২৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

37 + = 42