চিটফান্ড মালিকের জমিতে মোদির সভা! পুলিশকে মামলা শুরু করার নির্দেশ দিলেন মমতা

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মে ১৬, ২০১৯ @ ১৭:৫১

এসপিটি নিউজ, মথুরাপুর, ১৬মে: মথুরাপুরে যে মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করবেন সেই জমি একজন চিটফান্ড মালিকের। মথুরাপুরে নির্বাচনী সভায় দাঁড়িয়ে হাতে তথ্য-প্রমানাদি দেখিয়ে মুখ্যমন্ত্রী সেকথাই জানিয়ে দিলেন সকলকে। একই সঙ্গে তিনি একজন কন্সটেবল মারফত সেইসব তথ্যপ্রমানাদি তুলে দিলেন স্থানীয় পুলিশের হাতে। একই সঙ্গে তাদের আজই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করার নির্দেশ দিলেন। সেইসঙ্গে ইঙ্গিত দিয়ে রাখলেন তদন্ত অনুযায়ী ওই ব্যক্তিকে গ্রেফতারও করা হতে পারে। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা লুঠ করা অভিযোগের প্রমাণ তাদের হাতে এসেছে।বলেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মন্দিরবাজারে সভা মঞ্চে দাঁড়িয়ে জানতে চান -“আমরা এখানে মিটিং করছি, এটা কার জায়গা?”

জানানো হয় স্থানটি আব্দুল জানা মল্লিকের।

এরপর মমতার ফের প্রশ্ন- “তার কোনও মাইক্রো ফাইন্যান্স কর্পোরেশন চিটফান্ড নেই তো?”

এরপর মমতা সুর চড়িয়ে বলে ওঠেন- “প্রধানমন্ত্রী আজ যেখানে মিটিং করছে যে মাঠে, যান গিয়ে খোঁজ নিয়ে আসুন, তারা চিটফান্ডের কথা বলে! উনি নিজেই আজ সেই চিট ফান্ডের জমিতেই সভা করতে আসছেন। নাম-মিস্টার কপিল মন্ডল। মাইক্রো ফাইন্যান্স কর্পোরেশনের মালিক- বিনা লাইসেন্স।তার কোনও লাইসেন্স নেই। সব ডকুমেন্ট পেয়ে গেছি আমি। আমরা এটা লোকাল পুলিসকে হ্যান্ডওভার করবো।কেস স্টার্ট করবার জন্য। ওই লোকটার বিরুদ্ধে। টাকা তুলেছে। সব জমি এখানকার লোপাট করেছে। এটা কালকেই আমাদের নলেজে এসেছে। কোটি কোটি টাকা তুলেছে। চিটফান্ডের মালিক, লাইসেন্স নেই। মাইক্রো ফাইন্যান্সিং কর্পোরেশন- লাইসেন্স নেই। টাকা তুলছে। আর বিজেপিকে ভাগ দিচ্ছে কি? ভাগ দিচ্ছে বুঝি? কোথায় নরেন্দ্র মোদি? নারদা-সারদা!”

“এইভাবেই তো আপনারা তৈরি করেন। প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে আর প্রধানমন্ত্রীর মিটিং-এ জায়গা দিয়ে আর বিজেপির লোকেদের পাশে দাঁড়িয়ে মথুরাপুরে ভোট চাইবেন, লজ্জা করে না। যে মাটিতে দাঁড়িয়ে আপনি ভোট চাইবেন সেটা চিটফান্ডের। নরেন্দ্রবাবুর শেষ মিটিং আজ আপনাদের এখানে আছে। ওই চিটফান্ডের জমিতে, ডাকাতের জমিতে, চোরেদের জমিতে।” বলেন মমতা। এভাবেই তিনি আজ পালটা দেন মোদিকে।

Published on: মে ১৬, ২০১৯ @ ১৭:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

77 − = 76