রোহিত-কোহলি্র জোড়া ফলায় ছত্রখান ওয়েস্ট ইন্ডিজ, ৮ উইকেটে জিতল ভারত

Main খেলা দেশ
শেয়ার করুন

Published on: অক্টো ২১, ২০১৮ @ ২২:২৭

এসপিটি স্পোর্টস ডেস্কঃ এমনিতেই দুর্বল টিম বর্তমান ওয়েস্ট ইন্ডিজ। তার উপর সামনে শক্তিশালী ভারত। তাও মনে করা হয়েছিল প্রথমে ব্যাট করে যে বিশাল রানের (৩২২) পাহাড় তুলে দিয়েছে তা টপকানো কঠিন হয়ে যাবে ভারতের পক্ষে। কিন্তু এই ভারতীয় দল সব্দিক থেকে তৈরি হয়ে আছে। তাই বিশ্বে যে কোনও দলের বিরুদ্ধেই তারা সফল। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৩২২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ভারতের সামনে। সেই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই আউট হয়ে ফিরে যায় শিখর ধাওয়ান। এরপর নামেন ক্যাপ্টেন কোহলি। শুরু হয় রোহিত-কোহলি জুটি ঝোড়ো ব্যাটিং। যা এই মুহূর্তে গোটা বিশ্বে অন্যতম সেরা জুটি। ছত্রখান হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইনআপ।

অসাধারণ ব্যাট করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান বিরাট কোহলি। ত্তঁর ১০৭ বলে করা ১৪০ রানের ইনিংসে ছিল ২১টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি।একেবারে শেষ মুহূর্তে এসে আউট হয়ে যান কোহলি। এর পর নামেন আম্বাতি রাইডু। বাকি কাজটি সারেন রোহিত শর্মা।রোহিত যেদিন নিজের ফর্মে থাকেন সেদিন বিশ্বের কোনো বোলারই তাকে ঠেকিয়ে রাখতে পারেন না। এদিনও তাই হল। তাঁকে আউট করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ফলে রাইডুকে সঙ্গে নিয়ে ভারতকে আট উইকেটে জিতিয়ে দিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হলেন রোহিত শর্মা। ১১৭ বলে করা অপরাজিত ১৫২ রানের ইনিংসে ছিল ১৫টি চার এবং আটটি ছক্কা।৪২.১ ওভারেই ম্যাচ বের করে নেয় ভারত।

Published on: অক্টো ২১, ২০১৮ @ ২২:২৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 89 = 97