আজ থেকে রান্নার গ্যাসের দাম ১০০টাকা কমল

অর্থ ও বাণিজ্য দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ১, ২০১৯ @ ০৯:২১

এসপিটি নিউজ ডেস্কঃ মাসের শুরুতেই গৃহস্থের কাছে সুখবর।কেন্দ্রের মোদি সরকার দেশবাসীকে দিল এক বড় সুসংবাদ। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় কমিয়ে দিল 100.50 টাকা। যা গৃহস্থের কাছে বড়ই আনন্দের। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এল্পিজি আর ডলারের মূল্য হ্রাস পাওয়ায় গ্যাসের দাম এক ধাক্কায় এতখানি হ্রাস পেয়েছে।আর এর পুরো ফায়দা পেল গৃহস্থ।

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন তাদের নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, গৃহস্থের রান্নার গ্যসে সরকার ভর্তুকি দিয়ে থাকে। সেই মতো গ্রাহক্রা এবার রান্নার গ্যাসের সিলিন্ডার 494.35 টাকায় পাবেন।ঠিক তেমনই ভর্তুকীহীন সিলিন্ডার যেখানে 737.50 টাকায় মিলত তা এখন দাম 100.50 টাকা কমে দাঁড়াল 637 টাকা।পাশাপাশি 142.65 টাকার সরকারি ভর্তুকী সহ সিলিন্ডারের মূল্য দাঁড়াল 494.35 টাকা।

এর আগে গত মাসের ১ তারিখ থেকেই ভর্তুকীহীন গ্যাসের দাম ২৫ শতাংশ হারে বাড়ানোর কথা ঘোষণা করেছিল ইন্ডিয়ান ওয়েল। তার ঠিক এক মাসের মধ্যেই এক ধাক্কায় অনেকটাই কমে গেলে সিলিন্ডারের দাম।যা গৃহস্থের কাছে নিয়ে এল স্বস্তি।

Published on: জুলা ১, ২০১৯ @ ০৯:২১

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =