আজ থেকে যাত্রা শুরু হল জোকা-তারাতলা মেট্রো, ন্যূনতম ভাড়া ৫ টাকা

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: জানু ২, ২০২৩ @ ২৩:২৩

এসপিটি নিউজ, কলকাতা, ২ ডিসেম্বর: আজ সোমবার ২ ডিসেম্বর ২০২৩ থেকে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরু হল। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পরিষেবার শুভ উদ্বোধন করেছিলেন। আজ বাণিজ্যিকভাবে তার যাত্রা শুরু করল। এই নয়া রুটের ন্যূনতম ভাড়া ধার্য্য করা হয়েছে ৫ টাকা এবং অধিকতম ২০ টাকা।

মেট্রো রেল সূত্রে জানা গেছে, এই নয়া রুটে আপ এবং ডাউন মিলিয়ে মোট ১২টি ট্রেন চলবে। জোকা-তারাতলা মেট্রো সপ্তাহে মোট পাঁচ দিন সোম থেকে শুক্রবার পর্যন্ত চলবে। এক স্টেশন যেতে লাগবে পাঁচ টাকা, দু’টি অথবা তিনটি স্টেশন যেতে লাগবে ১০টাকা আর শেষ স্টেশন যেতে লাগবে ২০ টাকা। জোকা থেকে তারাওতলা পর্যন্ত মোট ছ’টি স্টেশন- জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।

জোকা থেকে তারাতলা পর্যন্ত দূরত্ব সাড়ে ছয় কিলোমিটার। এই কর্মকান্ডে মোট ২৪৭৭.২৫ কোটি টাকা খরচ হয়েছে। এই ছ’টি স্টেশনে বিশ্বস্তরের সুবিধা রয়েছে। সব কটি স্টেশনে সাতটি এসকেলেটর, চার লিফট, এএফসি গেট, স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন-এর সুবিধা রয়েছে।

জোকা স্টেশন থেকে মেট্রো সকাল ১০টা, ১১টা, দুপুর ১২টা, বিকাল ৩টে, ৪টে এবং সন্ধ্যা ৫টা নাগাদ ছুটবে ঠিক একইভাবে তারাতলা থেকে সকাল সাড়ে ১০টা, সাড়ে ১১টা, দুপুর সাড়ে ১২টা, বিকেল সাড়ে তিনটে, বিকেল সারে ৪টে এবং সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ছুটবে।

Published on: জানু ২, ২০২৩ @ ২৩:২৩


শেয়ার করুন