ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রাণপুরুষ ভগবানের ৮২তম আবির্ভাব দিবস পালিত সায়েন্স সিটি অডিটোরিয়ামে

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৩, ২০২৩ @ ২৩:১১
Reporter: Aniruddha Pal

সপিটি নিউজ, কলকাতা, ৩ ডিসেম্বর: আজ কলকাতায় ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির এক অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ ও উপাস্য শ্রীভগবানের ৮২তম আবির্ভাব দিবস পালিত হল।যেখানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের সাধু-সন্ন্যাসী, মাতাজি থেকে শুরু করে ভক্ত-শিষ্যরা।সারাদিন ধরে চলে এই অনুষ্ঠান। সকাল ও বিকেল দুই অর্দ্ধে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশ্রমের বিশিষ্ট সন্ন্যাসী-মাতাজি থেকে কিছু ভক্ত তাদের উপাস্য ভগবান ও ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি নিয়ে বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও। সেখানে নাচ ও গান পরিবেশিত হয়।

‘মানুষই ভগবান

এদিনের অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপাস্য ভগবান প্রতিটি মুহূর্তে খুব সহজ ও সরলভাবে একটিও কঠিন শব্দ প্রয়োগ না করে আধ্যাতিক জগতের উচ্চতম কথাগুলি সকলের মাঝে তুলে ধরেছেন। তিনি বলে চলেছেন- ‘মানুষই ভগবান’। স্বামী বিবেকানন্দের স্বপ্ন –“বনের বেদান্ত ঘরে ঘরে” সেই আদর্শকে সামনে রেখে দীর্ঘ ৪০ বছর ধরে ভগবান নিরলসভাবে মানুষের মাঝে এই তত্ত্ব পরিবেশন করে চলেছেন। এই তত্ত্ব সঞ্চারের মাধ্যম প্রেম। সাধারণভাবে সবাই মনে করে আধ্যাত্মিক পথে চলতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এক্ষেত্রে কোনও ত্যাগের কথা বলে না, জগতের কোনও কিছু বাদ না দিয়েও ঈশ্বরীয় পথে অগ্রসর হওয়া যায়। যদি ত্যাগ করতেই হয়, তবে ত্যাগ করতে হবে আমাদের অহংকার ও ঈর্ষা।এমনটাই মনে করেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির উপাস্য স্বয়ং।

অনুষ্ঠানে যাঁরা বক্তব্য রাখেন

মঙ্গলবার সকালে গুরু বন্দনা, বৈদিক স্তোত্র এবং সংঘজননী গুরুমার আশির্বাণী দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে অংশ নেন সন্ন্যাসী শঙ্করানন্দ এবং সন্ন্যাসিনী মুক্তিপ্রাণা মাতা। এছাড়াও অংশ নেন ভক্ত-পি কে রায়, দীপক দাস, দেবজানী চক্রবর্তী, মৌসুমী দেব, প্রতিমা মন্ডল, সুজাতা চক্রবর্তী। স্বাগত ভাষণ দেন সৌম্যরূপ সাহা। বক্তব্য রাখেন স্বামী অচ্যুতানন্দ, স্বামী স্বরূপানন্দ, স্বামী সচ্চিদানন্দ, স্বামী প্রহ্লাদানন্দ, বেদপ্রাণা মাতা, স্বামী সদানন্দ, স্বামী শঙ্করানন্দ, স্বামী ভাস্করানন্দ, স্বামী প্রজ্ঞানানন্দ, তেজোময়ী মাতা।ইংরাজিতে বক্তব্য রাখেন ইউনাইটেড কিংডমের লরা ট্রুপ, স্বামী প্রবুদ্ধানন্দ, ইউরি লিওনিদোভিচ, ওড়িয়া ভাষায়া সুধা মহাপাত্র। সংগীত পরিবেশন করেন দীপংকর চক্রবর্তী, অদ্বৈত সিনহা, সন্দীপ দাস, মুনমুন নাগ, সুচিত্রা সাহা, সৌরোজিত ঘোষ, সুবীর কান্তি চক্রবর্তী, স্বামী প্রেমানন্দ।

ধর্মের নির্যাস ব্যাখ্যা করেন ভগবান

অনুষ্ঠানের মুখ্য বিষয় ছিল প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ ও উপাস্য ভগবানের অমৃতবাণী, যা উপস্থিত ভক্ত-শিষ্য থেকে শুরু করে সকলকে মুগ্ধ করে।অত্যন্ত সহজ-সরল ভাষায় তিনি ধর্মের নির্যাস ব্যাখ্যা করেন।ধর্ম মানেই শুধু ধুপ-ধুনো দিয়ে পুজো করা নয়, মানুষকে কাছে টেনে নেওয়া, মানুষকে আপন করে নেওয়া, পাশে থাকা, সকলকে সঙ্গে নিয়ে চলা।

‘দ্য গ্রেটেস্ট’ এর তৃতীয় খণ্ড উদ্বোধন

এদিন ভগবানের জীবনী নিয়ে লিখিত পুস্তক ‘দ্য গ্রেটেস্ট’ এর তৃতীয় খণ্ড উদ্বোধন করা হয়। এটি লিখেছেন ভগবানেরই সন্ন্যাসী শিষ্য স্বামী প্রজ্ঞানানন্দ।

স্লাইড শো প্রদর্শিত হয়

এই অনুষ্ঠানের অন্তিম পর্বে ভগবানের অমৃতবাণীর মাধ্যমে ভগবানের জীবনের উপর নির্ভর করে একটি স্লাইড শো প্রদর্শিত হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। এদিনের অনুষ্ঠানে ভগবানের শতাধিক ভক্তবৃন্দ ও বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য ভব পাগলা আশ্রমের সাধারণ সম্পাদক গোপাল ক্ষেত্রজী, রঘুনাথপুরের জগৎবন্ধু আশ্রমের বন্ধু গৌরব, আলমবাজার মঠের সম্পাদক স্বামী সারদাত্মানন্দ সহ আরও অনেক সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা।

ইন্টারন্যাশ্নাল বেদান্ত সোসাইটি

প্রসঙ্গত জেনে রাখুন – এই সংস্থার মুখ্য কার্যালয় গুহাটিতে। ভারতের বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আরও অনেক শাখা আছে। যার মধ্যে বঙ্গাইগাও, শিলিগুড়ি, কলকাতা, পুরী, বারানসী এবং পাটনা উল্লেখযোগ্য। তাছাড়া বিশ্বের নানা প্রান্ত স্পেন, ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সেনেগাল, বাংলাদেশ, কানাডা, ইউকে, আমেরিকা এবং নেদারল্যান্ডসেও শাখা বিস্তার লাভ করেছে।

Published on: জানু ৩, ২০২৩ @ ২৩:১১


শেয়ার করুন