আইএএস অফিসার কাদা মারিয়ে বন্যা কবলিত এলাকা ঘুরলেন, ছবি হল ভাইরাল

Main দেশ
শেয়ার করুন

Published on: মে ২৮, ২০২২ @ ১২:১৯

এসপিটি নিউজ: আসামের কাছাড়ের ডেপুটি কমিশনার(ডিসি) আইএএস অফিসার কীরথি জলির কিছু ছবি, যেখানে দেখা গিয়েছে তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বন্যা পরিস্থিতি আসামে খুবই ভয়াবহ আকার নিয়েছে। মানুষ জলকষ্টে ভুগছে। পরিস্থিতি খুবই দুর্বিসহ হয়ে উঠেছে।এই পরিস্থিতিতে ঐ উচ্চ পদস্থ আমলা নিজেই বেরিয়ে পড়েছেন সরেজমিনে দেখে ব্যবস্থা নিতে।

ছবিগুলিতে দেখা গিয়েছে তিনি কখনও কাদার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন আবার কোথাও তাকে দেখা গিয়েছে জলবন্দি এলাকাতে নৌকায় চেপে ঘুরছেন। মানুষের সঙ্গে কথা বলছেন তাদের অভিযোগ মন দিয়ে শুনছেন। মহিলা এই আইএএস অফিসারের এমন ভূমিকায় যারপরনাই খুশি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তারা কীরথি জলির প্রতি তার উৎসর্গ ও সেবার প্রতিশ্রুতির জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে মহিলা আইএএস অফিসারকে স্থানীয় এক ব্যক্তিকে বলতে শোনা যায় – “পরিষ্কার জলের দরকার নেই, আমার পা পরিষ্কার করার জন্য আমাকে বন্যার জল দিন।”

প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ মে, কীরথী জলি বোরখোলা উন্নয়ন ব্লকের অধীন ছেসরি জিপি (গ্রাম পঞ্চায়েত), ছুত্রাসাঙ্গন গ্রামের বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন, যেখানে তিনি স্থানীয় লোকদের সাথে তাদের সমস্যাগুলি বোঝার জন্য মতবিনিময় করেন। তিনি বন্যা ও ভাঙন থেকে জমি রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

Published on: মে ২৮, ২০২২ @ ১২:১৯


শেয়ার করুন