এমন মার খেতে হবে ভাবিনি- বললেন প্রহৃত চিকিৎসক

Main রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৮, ২০১৮ @ ২৩:৪৫

এসপিটি নিউজ, বারুইপুর, ১৮ সেপ্টেম্বরঃ অভিযোগের তীর একজনের বিরুদ্ধে।আর মার খেলাম আমি। এমন বেধড়ক মার খেতে হবে তা কোনওদিন ভাবিনি-হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলছিলেন সেই চিকিৎসক। এই ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জামতলা গ্রামীণ হাসপাতালে।

অভিযোগ, জয়নগর ২ ব্লকের জালাবেরিয়া গাজির চকের বাসিন্দা বছর ২৬ এর সাহানারা মণ্ডল অত্যধিক জ্বর ও মাথা ব্যাথা নিয়ে সোমবার বিকাল ৪টে ৩০ নাগাদ ভর্তি হন কুলতলির জামতলা গ্রামীণ হাসপাতালে। সন্ধের পর সেই রোগী মারা যায়। এর পর ওই গৃহবধূর বাড়ির লোকজন উত্তেজিত হয়ে চড়াও হয় হাসপাতালে। ওই রোগীর দায়িত্বরত চিকিৎসক সুখেন্দু হালদারের খোঁজ শুরু করে। অবস্থা বেগতিক বুঝে তিনি মানে মানে একটি ঘরে লুকিয়ে পড়েন। সেই সময় হাসপাতালের অন্য এক চিকিৎসক সম্বিত মুখোপাধ্যায়কে সামনে পেয়ে যায় রোগীর পরিবারের লোকজন।তারা তখন তাঁকেই হাসপাতালের ভিতর ফেলে পেটাতে শুরু করে।

আহত চিকিৎসক সম্বিত মুখোপাধ্যায় জানান, উত্তেজিত রোগীর পরিবার আমাকে তাদের রোগীর চিকিৎসক মনে করে বেধড়ক পেটায়। কোমরে ঘাড়ে চোট লাগে । চশমা ভেঙে দেয় । টেবিলে পড়ে গেলেও ৮ থেকে ১০ জন মিলে বেধড়ক মারে । ২০১৬ থেকে জামতলা হাসপাতালে রয়েছি ।এই রকম মার খেতে হবে ভাবিনি।এই বিষয়ে কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কুলতলি ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিত সেন। সুরজিতবাবু জানান, ঘটনা অতি নিন্দনীয় ।

Published on: সেপ্টে ১৮, ২০১৮ @ ২৩:৪৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

48 − 44 =