আগামিকাল থেকে উত্তরাখণ্ডে ফুলের উপত্যকা পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: অক্টো ৩০, ২০১৮ @ ২৩:৫২

এসপিটি নিউজ ডেস্কঃ

এসপিটি নিউজ ডেস্কঃ বিশ্ব ঐতিহ্য উত্তরাখণ্ডের চামোলিতে ফুলের উপত্যকা আগামিকাল বুধবার থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাবে। চলতি বছরে ৭৫০জন বিদেশি পর্যটক সমেত মোট ১৪ হহাজার ৯৬৫জন পর্যটক এই ফুলের উপত্যকায় পা রেখেছেন।গত বছর এই সংখ্যাটা ছিল ১৩ হাজার ৭৫৪জন।

২০১৩ সালের প্রাকৃতিক বিপর্যয়ের পর এই বছর প্রথম বার ফুলের উপত্যকায় প্রচুর ফুলের সমারোহ দেকাহ গেছে। প্রতি বছর এই ফুলের উপত্যকার দরজা ১লা জুন খুলে যায় পর্যটকদের জন্য আবার ৩১শে অক্টোবর তা বন্ধ হয়ে যায়। বন আধিকারিক বৃজমোহন ভারতী জানান, চলতি বছরে পর্যটকদের আগমনের পাশাপাশি উপার্জনও ভালই হয়েছে। এখানকার ফুলের উপত্যকা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পর্যটনকেন্দ্র, যেখানে ৫০০বেশি প্রজাতির ফুলের দেখা মেলে। যার মধ্যে বেশ কিছু দুর্লভ শ্রেণির প্রজাতিও আছে।

Published on: অক্টো ৩০, ২০১৮ @ ২৩:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 3 =