দুর্গত মানুষদের সাহায্যে ফার্মাকনের ত্রাণের গাড়ি পৌঁছে গেল নামখানায়

Main দেশ প্রাণী ও মৎস্য বিজ্ঞান রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১১, ২০২১ @ ১৯:৩১

এসপিটি নিউজ, কলকাতা, ১১ জুন:  বিপর্যয়-এ ক্ষতিগ্রস্ত এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়াল ফার্মাকন ভেট প্রাইভেট লিমিটেড কোম্পানি। নিজেদের সাধ্য মতো ত্রাণ সামগ্রী নিয়ে ফার্মাকনের ত্রাণেরগাড়ি পৌঁছে গেল নামখানা ব্লকে। সেখানে তারা গত কাল ১০০জনের মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। কোম্পানির কর্ণধার সঞ্জয় রায় বলেন- এই এলাকার দুর্গত মানুষজনকে আমরা আমাদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী দিলাম।

নামখানা ব্লকের দক্ষিণপাড়া গ্রামের মানুষের অভিযোগ, তারা এখনও ত্রাণ পাচ্ছেন না। যা ত্রাণ আসছে তা সবই অন্যদিকে চলে যাচ্ছে। বারে বারে বলার পর তাদের বলা হচ্ছে তোমরা ব্লক অফিসে যোগাযোগ কর।তবে ফার্মাকনের কাছ থেক ত্রাণ পেয়ে তারা খুশি।

ফার্মাকন ভেট প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্ণধার সঞ্জয় রায় বলেন- “নামখানায় আমাদের কোম্পানির যে ডিস্ট্রিবিউটার আছেন তিনি আমাকে এখানকার মানুষদের ত্রানের জন্য বলেছিলেন। তিনি আরও বলেছিলেন যে এখানে যে ত্রাণ আসছে তা সবতাই বকখালির দিকে চলে যাচ্ছে। এখানকার মানুষ ত্রাণ পাচ্ছেন না। সেই মতো তার আবেদনে সাড়া দিয়ে আমরা আমাদের সাধ্যমতো এখানকার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলাম।”

ত্রাণের তালিকায় ছিল- এক কিলো ডাল, দু’কিলো চাল, দু’কিলো আলু, ৫০০গ্রাম চিড়ে, ৩০০ গ্রাম চিনি, দু’প্যাকেট নিউট্রিলা, ২০০ গ্রাম ছাতু, ৫০ গ্রাম শুকনো লঙ্কা গুড়ো, ৫০ গ্রাম হলুদ গুড়ো, ৫০০ গ্রাম লবন, একটা ২০০গ্রাম সর্ষের তেলের শিশি। আড়াইশো গ্রাম মুড়ির প্যাকেট, ৩০ টাকা দামের ৩০০ গ্রামের বিস্কুটের প্যাকেট, আড়াইশো গ্রাম বাতাসা।

Published on: জুন ১১, ২০২১ @ ১৯:৩১


শেয়ার করুন