আজ কিছু সময়ের মধ্যেই বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচিত হতে চলেছে গুজরাটে

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: অক্টো ৩১, ২০১৮ @ ১০:২৭

এসপিটি নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির উন্মোচন হতে চলেছে গুজরাটে। গুওজরাটের নর্মদা জেলার কেভদিহায় অবস্থিত সরদার সরোবর থেকে তিন কিলোমিটার দূরে স্থাপিত হয়েছে ১৮২ মিটার উঁচু ‘স্ট্যাচু অব ইউনিটি’ বা ঐক্যের মূর্তি।এরফলে চিনের স্প্রিংফিল্ডে অবস্থিত ১৫৩মিটার উঁচু বুদ্ধ মূর্তি পিছনে ফেলে সর্দার বল্লম ভাই প্যাটেলের মূর্তি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির শিরোপা পেল।

প্রায় তিন হাপার কোটি টাকা ব্যয়ে এই মূর্তি গড়তে সাড়ে তিন বছর সময় লেগেছে।মূর্তিটি নিউ ইয়র্কে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টির চেয়ে দুগুন বেশি উঁচু হয়। নরেন্দ্র মোদি গুওজ্রাটের মুখ্যমন্ত্রী থাকার সময় ২০১০ সালে কাজ শুরু করেন। ২০১৪ কাজটি এল এন্ড টি কোম্পানিকে দেওয়া হয়েছিল। ২০১৫ সালে কাজ শুরু হয়। এই মূর্তি গড়তে ৭০হাজার টন সিমেন্টপ্রায় ২৪ হাজার টন স্টিল এবং ১৭০০ টন তাওয়া লেগেছে। এর সঙ্গে আদিবাসী এলাকায় মিজিয়াম, ফুলের উদ্যান, হোটেল এইসব তৈরি হয়েছে।

Published on: অক্টো ৩১, ২০১৮ @ ১০:২৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + = 15