অমরনাথ যাত্রায় হামলার আশঙ্কা, জমু-কাশ্মীর পুলিশ জারি করল এই ১০ জঙ্গির নাম

Main দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

অমরনাথ যাত্রায় ৪০ হাজার নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

এই ১০ জন জঙ্গির নাম–১)ওয়াসিম আহমেদ, ২)রিয়াজ নায়কু, ৩)এজাজ মালিক, ৪)মহম্মদ আশরফ খান, ৫)মেহাজুদ্দিন, ৬)আশরাদুল হক, ৭)ওয়াসিম ঔসামা, ৮) হাফিজ ওমর ৯)জাহিদ শেখ এবং ১০) জাবেদ মাট্টু।

Published on: জুন ৪, ২০১৯ @ ২২:১৪

এসপিটি নিউজ ডেস্ক: অমরনাথ যাত্রার নিরাপত্তা জোরদার করতেই এজেন্সি এবং জম্মু ও কাশ্মীর পুলিশ ১০জন জঙ্গিকে চিহ্নিত করেছে। যারা অমরনাথ যাত্রার সময় তীর্থযাত্রীদের উপর হামলা করতে পারে। আর সেটা জানতে পেরে নিরাপত্তা এজেন্সি আগে থেকেই কড়া ব্যবস্থা নিয়েছে। এ বার যাত্রার সময় ৪০ হাজার নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। যেখানে সিআরপিএফ, বিএসএফ, সেনা, সিআইএসএফ, আইটিবিপি সহ সমস্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর শাখাগুলিকে তৈরি রাখা হয়েছে।

১০ জঙ্গির নাম প্রকাশ

জম্ম ও কাশ্মীর পুলিশ ১০জন জঙ্গির নাম প্রকাশ করেছে। যেখানে রয়েছে জঙ্গি ওয়াসিম আহমেদ, রিয়াজ নায়কু, এজাজ মালিক, মহম্মদ আশরফ খান, মেহাজুদ্দিন। ঠিক তেমনই হিজবুল মুজাহিদিনের জঙ্গি আশরাদুল হক, লস্করের ওয়াসিম ঔসামা, জৈশ-এর হাফিজ ওমর জাহিদ শেখ এবং জাবেদ মাট্টু।

কড়া সুরক্ষাবলয়

অমরনাথ যাত্রা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক ও নিরাপত্তা রক্ষীরা বড় ধরনের সুরক্ষাবলয় তৈরি করেছে। সূত্র জানিয়েছে, এ বছর অমরনাথ যাত্রার রুটে এবং পবিত্র গুহার সামনে ৪০ হাজার আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও পহেলগাঁও ও বালতাল রুটে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। যাত্রার রুটে পরিচয়পত্র দেখার খতিয়ে দেখার জন্য বিডিটি দলের সংখ্যা দ্বিগুন বাড়িয়ে দেওয়া হয়েছে।

জঙ্গি হামলার পূর্বাভাষ পাওয়ার পরই নিরাপত্তা ব্যস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, অমরনাথ যাত্রার সময় নিরাপত্তা রক্ষীদের ক্যাম্পেও আত্মঘাতী হামলার আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত এমনই খবর এসে পৌঁছেছে।

নিরাপত্তা দ্বিগুন বাড়ানো হয়েছে

সতর্ক বার্তা আসার পর থেকে যাত্রার রুটে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ক্যামেরার সংখ্যাও দ্বিগুন করে দেওয়া হয়েছে। পহেলগাঁও-এর নুনোয়ান ক্যাম্প এবং বালতাল ক্যাম্পে নিরাপত্তা জোরদার করে সেখানে স্পেশাল কম্যান্ডো মোতায়েন করা হয়েছে। সিআরপিএফ বুলেটপ্রুফ অ্যান্টিমাইন গাড়ির সংখ্যাও এই বছর দ্বিগুন বাড়িয়ে দেওয়া হয়েছে।

সব মিলিয়ে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যাতে যে কোনও পরিস্থিতিতেই জঙ্গি হামলা রোধ করা যায় এবং তীর্থযাত্রীদের সুরক্ষিত রাখা যায়।

Published on: জুন ৪, ২০১৯ @ ২২:১৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

71 − 65 =