অভিনন্দন…… অভিনন্দন- ওয়াঘা বর্ডার জুড়ে শুধু এই একটি নামে আকাশ-বাতাস মুখরিত হয়ে উঠছে

Main দেশ বিদেশ
শেয়ার করুন

 Published on: মার্চ ১, ২০১৯ @ ১৭:২২

এসপিটি নিউজ ডেস্কঃ তিনি আসছেন। এগিয়ে আসছেন। পাকিস্তান সেনা তাঁকে নিয়ে আসছে। ৫৪ ঘণ্টা আগে যারা তাঁকে গ্রেফতার করে রেখে দিয়েছিল সেই ভারত মাতার বীর সন্তান এক সাচ্চা দেশভক্ত মাথা উঁচু করে এগিয়ে আসছেন নিজের দেশে। তাঁর বাবা-মায়ের কাছে নিজের কর্মস্থলের প্রিয় সহকর্মীদের কাছে।য়ার মাত্র কিছু সময় পরেই অয়াঘা বর্ডারে দেখা যাবে ভারতীয় বায়ুসেনার পাইলট বীরযোদ্ধা পরম দেশভক্ত উইং কম্যান্ডার অভিনন্দন ভর্তমানকে। কিন্তু তাঁর আগে ভারত-পাকিস্তানের সীমান্ত লাগোয়া এই ওয়াঘা-আটারি বর্ডারের আকাশ-বাতাস মুখরিত হয়ে উঠেছে শুধু একটাই নামে – অভিনন্দন……অভিনন্দন।

গোটা ভারত যেন এক ঐক্যবদ্ধ হয়ে উঠেছে- দেশবাসীর গলা থেকে বেরিয়ে আসছে-“সারফরোশি কি তামান্না/আব হামারে দিল মে হ্যায়/দেখনা হ্যায় জোর কিতনা/ বাজুয়ি কাতিল ম্যায়…।” না দেখলে বোজাই যাবে না এক অসাধারণ ছবি ফুটে উঠেছে। এখানে কোনও কথা হবে না। আজ শুধু আমাদের দেশের এক বীর দেশ প্রেমিককে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার শুভ মুহূর্ত আসন্ন।

পূর্বে ঝাড়খণ্ড পশ্চিমে গুজড়াট, দক্ষিণে তালিলনাড়ু , উত্তরে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ কোথা থেকে আসেনি মানুষ। গোটা ভারত যেন এক সূত্রে গেথে গেছে। সবাই এক সুরে বন্দেমাতরম ধ্বনি দিয়ে চলেছে। চিৎকার করে ডাকছে অভিনন্দন… অভিনন্দন…অভিনন্দন। কার ও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কেউ বা জাতীয় তেরঙ্গা পতাকা বুকে জড়িয়ে চিৎকার স্লোগান দিয়ে চলেছে মেরা ভারত মহান। ভারত মাতা কি জয়।

পাকিস্তান -তুমি দেখে যাও এই হল আমাদের দেশ ভারত। যেখানে মানুষ ভালবাসতে জানে দেশের জন্য নির্ভয়ে প্রাণ দিতে জানে আবার দেশের সম্মানকে রক্ষা করতে জানে। শয়তানও এখানে আসতে ভয় পেয়ে কাপুরুষের মতো কাজ করে পালিয়ে যায়। আমরা পালিয়ে যাই না। বরং তোমরা আমাদের ধরে নিয়ে গিয়ে ফিরিয়ে দিয়ে যেতে বাধ্য হও। আমরা সেই দেশের সন্তান যারা সত্যের পথে হেঁটে এসেছে চিরকাল। আর তাই আমাদের বীর যোদ্ধা বায়ুসেনার উইং কম্যান্ডারকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে আজ যেন গোটা দেশের আবেগ এক হয়ে গেছে।

যে আবেগের সামনে কাঁপতে শুরু করেছে গোটা পাকিস্তান।ক্রমেই এগিয়ে আসছে অভিনন্দন ভর্তমান। তাঁকে নিতে এসেছেন তাঁর সহকর্মীরা ভারতীয় বায়ুসেনার অন্যান্য আধিকারিকরা। এসেছেন বহু মানুষ। সকলেই চিৎকার করে ডেকে চলেছেন অভিনন্দন…অভিনন্দন…অভিনন্দন।

 Published on: মার্চ ১, ২০১৯ @ ১৭:২২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 75 = 84