৫৬ ঘণ্টার লড়াই শেষ করে বিজয় কেতন উড়িয়ে দেশে ফিরে এলেন বীর যোদ্ধা অভিনন্দন

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ১, ২০১৯ @ ১৮:৪২

এসপিটি নিউজ ডেস্কঃ

এ এক বিশাল জয়। জয় সত্যের। জয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের। জয় শয়তানি শক্তির বিরুদ্ধে শুভ শক্তির। পারেনি পাকিস্তান আটকে রাখতে পারেনি আমাদের বীর পুত্র অভিনন্দনকে দমাতে। পারেনি তাঁর কাছ থেকে কোনও খবর আদায় করতে। পারেনি তাঁর বাড়ির ঠিকানা তাঁর মুখ দিয়ে বের করতে। এ এক অসাধারণ লড়াই। টানা ৫৬ ঘন্টার লড়াই শেষ করে দেশের বিজয় কেতন উড়িয়ে মাথা উঁচু করে দেশে ফিরে এলেন ভারত মাতার বীর সন্তান বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন ভর্তমান। মাত্র ৫৬ ঘণ্টাতেই কুপোকাত পাকিস্তান- আমাদের এক বীর যোদ্ধার কাছে।

এদিন পাকিস্তান রেঞ্জার্সের পক্ষ থেকে গেট খোলা। এদিকে বিএসএফ পাকিস্তানের দিকে যাওয়া গেট খুলে দেয়। এদিকে স্ট্যান্ড পর্যন্ত লোকজনকে পৌঁছতে দেওয়া হয়নি। ভারতের পক্ষে বিটিং রিট্রিট বাতিল করা হয়েছিল। কিন্তু পাকিস্তান নিজেদের মতো করে বিটিং রিট্রিট -এর আয়োজন করেছিল। স্ট্যান্ডসের বাইরে হাজারেরও বেশি মানুষ ভীড় জমিয়েছিল। গোটা এলাক জুড়ে অভিনন্দন-অভিনন্দন ‘বন্দে মাতরম’ ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল। সকলের নজর ছিল জিটি রোডের দিকে পাকিস্তানের দিকে। ওদিক থেকে ভারতীয় গাড়িতে করে উইং কম্যান্ডার অভিনন্দন ভর্তমানকে আসতে দেখা যায়।

উইং কম্যান্ডার অভিনন্দন যেই মুহূর্তে ভারতের মাটিতে পা রাখেন দেশবাসী তখন দিশেহারা হয়ে যায়। উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। ভারত মাতা কি জয়ধ্বনিতে আকাশ বাতাস কেঁপে ওঠে। মানুষ তখন দেশভক্তির গানে মেতে ওঠেন।কেনি বা হবে না! ভারতের বীর পুত্র এমন একটি দেশ থেকে সুরক্ষিত অবস্থায় ফিরে আসছেন যে দেশকে শত্রু দেশ মানা হয়ে থাকে।যেখানে যুদ্ধবন্দিদের নিয়ে রেকর্ড মো্টেই ভাল নয়।

টানা ৫৬ ঘণ্টা পাকিস্তানের হেফাজতে থেকে বীরের সম্মানে ফিরে এলেন উইং কম্যান্ডার অভিনন্দন ভর্তমান।  দেখে নিন কিভাবে কত সম্মানের সঙ্গে পাকিস্তান আমাদের বীর যোদ্ধা কে ফিরিয়ে দিয়ে গেল। জয় হো।

 

 

Published on: মার্চ ১, ২০১৯ @ ১৮:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 3 =