৫১ সতীপীঠের মধ্যে একমাত্র বক্রেশ্বরেই হয় এক ব্যতিক্রমী দুর্গাপুজো

Main ধর্ম রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ১২, ২০১৮ @ ২৩:০২

এসপিটি নিউজ, বক্রেশ্বর, ১২ অক্টোবরঃ কথিত আছে গোটা বিশ্বে পীঠস্থানের সংখ্যা একান্নটি।আর সবথেকে বেশি পীঠস্থানের সংখ্যা বীরভূমে।মোট পাঁচটি। ‘বক্রেশ্বর’, ‘নন্দিকেশ্বরীতলা’, ’কংকালীতলা’,  ’ফুল্লরাতলা’, ’নলাটেশ্বরী’। এই তথ্য কম-বেশি অনেকেই জানেন।কিন্তু এই বীরভূম জেলায় এই পাঁচটি পীঠস্থানের মধ্যে মাত্র একটি পীঠস্থানে শরৎকালের দুর্গাপুজো হয়। সেই পীঠস্থানটি ‘বক্রেশ্বর’।

বাকি পীঠস্থানগুলিতে সারা বছর ধরে দেবী দুর্গাকে যে ভাবে পুজো করা হয়, সেই ভাবেই ‘মা দুর্গা’ পুজিত হন।কিন্তু ব্যাতিক্রম শুধুমাত্র ‘বক্রেশ্বর’।‘বক্রেশ্বর’ পীঠস্থানটিতে সারা বছর ধরে ‘দেবী দুর্গা’- কে পুজিত করা হলেও, এই শরৎকালে যে চার-পাঁচ দিনের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব ‘দুর্গাপুজো’  তা শুধু ‘বক্রেশ্বর’ই হয়।

‘বক্রেশ্বর’ মন্দিরে একটি অষ্টধাতুর ‘মহিষাসুরমর্দ্দিনী’-র মূর্তি আছে।সেই মূর্তিটিকে পুজো করা হয়,আর বাকি ‘দুর্গাপুজা’ যে ভাবে হয়।যেমন ‘ঘট’ আনা থেকে শুরু করে ‘বলিদান’পর্যন্ত সবকিছুই। ‘সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী’তে যে ভাবে পুজোর আচার মানা হয় সেই ভাবেই এই পুজো হয় ‘বক্রেশ্বরে’।

বীরভূম জেলার বিভিন্ন বিষয় নিয়ে যিনি গবেষনা করছেন সেই গবেষক ডঃ আদিত্য মুখোপাধ্যায় বলেন, ‘গোটা বিশ্বের একান্নটি সতীপীঠের তথ্য জানা না গেলেও বীরভূম জেলায় যে পাঁচটি সতী পীঠ রয়েছে,তার মধ্যে শুধুমাত্র এই ‘বক্রেশ্বর’ পীঠস্থানটিতেই শরৎ কালের দুর্গাপুজো আমরা দেখি।বাকি কোনও পীঠস্থানে তা হয় না।

এই চারদিন ‘বক্রেশ্বরে’ ‘দেবী দুর্গা’-কে ‘মহিষাসুরমর্দ্দিনী’রুপে পুজো করা হয়’।সুতরাং একান্ন পীঠের কথা না জানলেও বীরভূমের পাঁচটি পীঠস্থানের মধ্যে শুধুমাত্র ‘বক্রেশ্বর’ পীঠস্থানেই ‘মহিষাসুরমর্দ্দিনী’ রুপে ‘দেবী দুর্গা’ পুজিতা হন,তা অন্ততঃ বীরভূমের ক্ষেত্রে ব্যাতিক্রমী ও বিরল দুর্গা পুজো।

Published on: অক্টো ১২, ২০১৮ @ ২৩:০২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 8 =