অনুচ্ছেদ 370: AR-ES TRAVELS তাদের 370 নম্বর যাত্রীকে দিতে চলেছে এমনই এক লোভনীয় উপহার

দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

অনুচ্ছেদ 370 বিলুপ্তির খুশিকে পালন করতে সেই সৌভাগ্যবান 370 নম্বর যাত্রীকে একেবারেই বিনামূল্যে কাশ্মীর ভ্রমণের লোভনীয় উপহার দিতে চলেছে কলকাতার এই ট্রাভেল কোম্পানি।

সংবাদদাতা– অনিরুদ্ধ পাল

Published on: আগ ১১, ২০১৯ @ ২০:৫১

এসপিটি নিউজ, কলকাতা, ১১ আগস্ট:  ভারতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই- কাশ্মীর। অনুচ্ছেদ 370 বিলুপ্ত হতেই শুরু হয়ে গেছে তর্ক-বিতর্ক। এর মধ্যে দেশবাসীর সামনে আসছে একের পর এক নানা সুযোগ-সুবিধা। এবার থেকে সেখানে যেমন দেশের নানা প্রান্তের মানুষ গিয়ে জমি কিনতে পারবে, বাড়ি করতে পারবে ঠিক তেমনই একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানও কিন্তু নিয়ে এসেছে নানা ধরনের অফার।এই যেমন কলকাতায় অবস্থিত ট্রাভেল ব্যবসায় সুনাম কুড়ানো খ্যাতনামা এই শিল্প প্রতিষ্ঠান পর্যটকদের জন্য ঘোষণা করেছে অসাধারণ এক উপহার- যা শুনলে আপনিও খুশি না হয়ে পারবেন না। জানতে চান সেই প্রতিষ্ঠানটি কারা?

কাশ্মীর নিয়ে আশাবাদী

কলকাতার প্রাণ কেন্দ্র পার্ক স্ট্রিট-এ অবস্থিত AR-ES TRAVELS PVT LTD. এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের ডিরেক্টর অনিল পাঞ্জাবি জানালেন সেই চমক লাগানো খবর। তিনি মনে করেন- “কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিছুদিন সেখানকার কিছু মানুষ অস্থির হবেন। তবে সেটা দীর্ঘস্থায়ী হবে না। কেন্দ্রের মোদি সরকার ও তার নিরাপত্তা পরিষদ যথাযথভাবেই কাশ্মীরকে স্বাভাবিক করে তুলবে। এটা শুধু সময়ের অপেক্ষা। দেখবেন এই কাশ্মীরের এবার বহু মানুষ ভ্রমণ করার জন্য দৌড়বে। যে সমস্ত বিদেশিরা এতদিন শুধু রাজস্থান আর দিল্লি ঘুরে দেশে ফিরে যেত তারা এবার কাশ্মীর ঘুরে তবেই ফিরবে।”

অনুচ্ছেদ 370 বিলুপ্তকে স্মরণীয় করে রাখতে

কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370 বিলুপ্ত হয়ে যাওয়ার ঘটনাকে স্মরণীয় করে রাখতে তাই AR-ES TRAVELS PVT LTD. এক লোভনীয় উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিরক্টর অনিল পাঞ্জাবি জানালেন সেই লোভনীয় উপহারের কথা। কি সেই লোভনীয় উপহার। কাকে দেওয়া হবে সেই উপহার? সংবাদ প্রভাকর টাইমসকে জানালেন সেই কথাও। বললেন-” আমাদের এই ট্রাভেল কোম্পানি বহু মানুষকে ভ্রমনে নিয়ে যায়। আমরা তাই ভেবেছি যে এ বছর 370 নম্বর যাত্রী যিনি হবেন আমরা সেই 370 নম্বর যাত্রীকেই আমাদের লোভনীয় উপহার তুলে দেব।”

কি সেই উপহার

ট্রাভেল কোম্পানির ডিরেক্টর অনিল পাঞ্জাবি জানালেন-“কাশ্মীর এখন সম্পূর্ণভাবেই ভারতের নিজের হয়ে গেল। ভারতের শাসিত হয়ে গেল। এটা আমাদের সকলের কাছে খুবই খুশির খবর। বিশেষ করে কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলে থাকি। আমি বলি এটা ভারতের সুইৎজারল্যান্ড।যেখানে যাওয়ার জন্য আপনার কোনও পাসপোর্ট কিংবা ভিসা লাগবে না। খুবই অনায়াসে আপনি বেড়িয়ে আসতে পারবেন অমন সুন্দর একটি জায়গায়। যেখানে আগে অনেকেই সেভাবে যাওয়ার সাহস পেতেন না। এটা এখন ভারতের নিজস্ব হয়ে যাওয়ায় অনুচ্ছেদ 370 বিলুপ্তির খুশিকে পালন করতে আমাদের সেই সৌভাগ্যবান 370 নম্বর যাত্রীকেই আমরা একেবারেই বিনামূল্যে কাশ্মীর ভ্রমণের লোভনীয় উপহার দিতে চাই। এজন্য তার কাছ থেকে আমরা একটি পয়সাও নেব না। বিনা পয়সায় তাকে আমরা কাশ্মীর ঘুরিয়ে আনব।”

Published on: আগ ১১, ২০১৯ @ ২০:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =