Published on: আগ ৩১, ২০১৮ @ ২১:৪৫
এসপিটি নিউজ, দার্জিলিং, ৩১ আগস্ট: ক্ষমতায় আসার পর থেকে জঙ্গলমহল আর পাহাড় নিয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল নিয়ে তিনি ইতিমধ্যেই একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন। এখনও করে চলেছেন। ঠিক তেমনই উন্নয়নমূলক কাজ করছেন পাহাড়েও।কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের সভায় দাঁড়িয়ে নতুন বিশ্ববিদ্যালয় গড়ার কথা ঘোষণা করেন। এবার তিনি পাহাড়েও সেখানকার ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করতে চলেছেন।
দার্জিলিং জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর দার্জিলিং-এ পাহাড় সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ সেপ্টেম্বর জিটিএ-র সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে তাঁর। পরের দিন অর্থাৎ ৫ সেপ্টেম্বর দার্জিলিং থেকেই মংপু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন তিনি বলেই নবান্ন সূত্রে খবর। এবং ৬ সেপ্টেম্বর সফর শেষে তিনি পুনরায় ফিরে যাবেন কলকাতায়।
ক্ষমতায় আসার পর থেকেই গোটা রাজ্যজুড়েই বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয় গড়ে স্থানীয় ছেলে-মেয়েদের পড়াশুনোর সুবিধা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দার্জিলিঙের নতুন এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং নিজেও মনে করছেন দার্জিলিংযের রবীন্দ্র ভবনের কাছে এই বিশ্ববিদ্যালয়টি তৈরি হলে তা পাহাড়বাসীর পড়াশোনার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হবে।এতদিন পাহাড়বাসীকে উচ্চশিক্ষার জন্য সমতলে নামতে হত এখন সেই সমস্যার মুখোমুখি আর হতে হবে না।
Published on: আগ ৩১, ২০১৮ @ ২১:৪৫