শীতলকুচিতে পাঁচজনের প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ মমতা বললেন- অমিত শাহ, তুমি পদত্যাগ করো

Main দেশ ভোট সংবাদ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ১০, ২০২১ @ ১৯:৪১

এসপিটি নিউজ, বনগাঁ, ১০ এপ্রিলঃ  শীতলকুচির ঘটনায় নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁয় এক নির্বাচনী প্রচারে গিয়ে মমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্রুদ্ধে তোপ দাগেন। শীতলকুচির ঘটনার জন্য অমিত শাহের পদত্যাগ দাবি করে। বলেন- ‘তুমি ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী।’

বঙ্গাঁরা সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “দেখুন আপনারা বলছেন ‘খেলা হবে-খেলা হবে’ রাজনৈতিকভাবে। আজকে অনেক দুঃখের ঘটনা ঘটেছে। আজকে ভোটের লাইনে চারজনকে মেরে দিয়েছে দিল্লির পুলিশ। আর একজনকে সকালে মেরে দিয়েছে। আমার পাঁচটা ভাইকে মেরে দিয়ে বলছে – গ্রামবাসীরা নাকি বন্দুক কাড়তে এসেছিল। লজ্জা করে না। গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি তোমার। মানুষ খুনের রক্ত দিয়ে বড় কথা বলে।”

এরপর রীতিমতো সুর চড়িয়ে মমতা বলে ওঠেন- “আমি বলে গেলাম- অমিত শাহ- পদত্যাগ করো। তুমি ষড়যন্ত্রকারী। তুমি চক্রান্তকারী। আমি অনেকদিন ধরে বলছি- সিআরপিএফ অত্যাচার করছে। আমি সিআরপিএফের বিরুদ্ধে নই।কিন্তু বিএসএফ, সিআইএসএফ-রা অত্যাচার করছে। গ্রামে গ্রামে মেয়েদের উপর অত্যাচার, অসম্মান হচ্ছে। গ্রামে গ্রামে ছেলে-মেয়েদের ভয় দেখানো হচ্ছে।ভোটের লাইনে গিয়ে গুলি চালিয়ে দিলি- এত বড় সাহস কে দিলো?”

এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আত্মপক্ষ সমর্থনের সুর বেজে ওঠে। তিনি বলেন-“শুনুন, আমার পঞ্চায়েত ভোতের সময়ও এত লোক মারা যায়নি- এই ইলেকশন কমিশনের আন্ডারে, হোম মিনিস্টারের আন্ডারে। আজকে প্রায় কুড়ি জন মারা গেছে। আমার নিজের দলের ১৩জন মারা গেছে। এদের ভোট দেবেন? বিজেপি পুরো হেরে গেছে। তিনটে ইলেকশন হয়ে গেছে। আজকে চার দফা। বিজেপি জানে জিতবে না। তাই ওদের এখন অস্ত্র- বোমা চলাও, গুলি চালাও, মানুষকে ভয় দেখাও।”

Published on: এপ্রি ১০, ২০২১ @ ১৯:৪১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

96 − = 95