মুখ্যমন্ত্রী ওদের নাম রাখলেন কিকা, রিকা ও ইকা

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: আগ ৩১, ২০১৮ @ ২৩:০৫

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৩১ অগাস্টঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মানুষকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন ঠিক তেমনই তিনি পশু-পক্ষীদেরও সমানভাবে ভালোবাসেন। তার প্রমাণ আমরা আগে একাধিকবার পেয়েছি। উত্তরবঙ্গ সফরকালে তিনি এর আগেও ব্যাঘ্র শাবক থেকে শুরু করে হস্তি-শাবকের নাম রেখেছেন।এবারও তার ব্যতিক্রম হল না। বেঙ্গল সাফারি পার্কের তিন ব্যাঘ্র শাবকের নাম রাখলেন কিকা, রিকা ও ইকা। মুখ্যমন্ত্রীর রাখা পছন্দের নামগুলি কার্যকর করার জন্য এদিন নবান্ন থেকে নির্দেশ আসে সাফারি পার্কের আধিকারিকদের কাছে।

বন দফতর সূত্রে জানা গেছে, বেঙ্গল সাফারি পার্কে শিলা নামে বাঘিনী তিন শাবকের জন্ম দেয়। তিনটি মেয়ে শাবক। যার মধ্যে একটি শাবকের গায়ের রঙ সাদা। বনমন্ত্রী বিনয় বর্মন বলেন, আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী এদের নামকরণ করুক।সেইমতো শাবকদের নাম রাখা হল শুক্রবার।

সাফারি পার্কের ডিরেক্টর অরুণ মুখার্জি জানান, পার্কের রয়্যাল বেঙ্গল টাইগারের তিনটি শাবকের নতুন নামকরণ সংক্রান্ত নির্দেশিকা এসেছে তাদের কাছে। মুখ্যমন্ত্রীর দেওয়া নামেই এখন থেকে তিন খুদে রয়েল বেঙ্গল কিকা, রিকা ও ইকা নামে পরিচিত হবে। বর্তমানে মা বাঘিনী সহ তিন শাবকই সুস্থ ও স্বাভাবিক আছে। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে খুদে বাঘিনীদের তাদের মায়ের সঙ্গেই সাফারি পার্কের খোলা এনক্লোজ়ারে ছাড়া হতে পারে। তবে আগামী তিন মাস তারা বর্তমান অবস্থাতেই থাকবে।

Published on: আগ ৩১, ২০১৮ @ ২৩:০৫

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

79 − 74 =