
এসপিটি নিউজ, হাওড়া,১৫ডিসেম্বরঃ শুক্রবার দক্ষিন পূর্ব রেলের সদর দফতর গার্ডেনরীচে ৩২ তম রেলওয়ে পেনশন আদালত অনুষ্ঠিত হল। এদিন পেনশান আদালতের উদ্বোধন করেন দক্ষিন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ পারশনাল অফিসার শ্রীমতি জারিনা ফিরদৌসী, দক্ষিন পূর্ব রেলের প্রিন্সিপাল ফাইনানসিয়াল এ্যাডভাইজার বিজয় কুমার। এদিন আধিকারিকরা জানান রেলের কর্মাচারী হিসাবে যারা জীবনের বিশেষ সময়টা ব্যয় করেছেন তাদের মামলাগুলি সহানূভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত নিস্পত্তির ব্যবস্থা করা হবে।
এদিনের পেনশান আদালতে ৮টি মামলার মধ্যে ৬টি মামলার নিস্পত্তি হওয়ার পাশাপাশি ২টি মামলার তদন্ত করে দ্রুত নিস্পত্তির করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।