
Published on: জুন ৮, ২০১৮ @ ২০:২১
এসপিটি স্পোর্টস ডেস্কঃ ফিফা বিশ্বকাপ এখন দরজায় কড়া নাড়ছে। সব দল এখন রাশিয়া ঢুকতে শুরু করেছে। সকলের লক্ষ্য বিশ্বকাপে ভালো ফল করা। ইতিমধ্যে গতকাল ফিফা/কোকা কোলা র্যাঙ্কিং ঘোষণা করা হয়েছে। যা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি মাঠে নামার আগে তাদের ব্যারোমিটার হিসেবে কাজ করবে। সকলেই চাইবে গ্রুপ লিগে জিতে শেষ ষোলোয় যেতে।কিন্তু আয়োজক দেশ রাশিয়া পড়েছে সবচেয়ে কঠিন গ্রুপে। যা তাদের নক-আউট পর্যায়ে যেতে কঠিন বাধার মুখোমুখি হতে হবে।
গ্রুপ এ
গড় র্যাঙ্কিং- ৪৯
উরুগুয়ে (১৪)
মিশর (৪৫)
সৌদি আরব(৬৭)
রাশিয়া(৭০)
র্যাঙ্কিং অনুযায়ী এই গ্রুপে রাশিয়া সবচেয়ে দুর্বল দল। বিশ্ব ক্রম পর্যায়ে তারা আছে ৭০ নম্বরে।এই গ্রুপের শক্তিশালী দল উরুগুয়ে। তারা আছে বিশ্ব ক্র তালিকায় ১৪ নম্বরে। এছাড়াও ভাল দল মিশর, সৌদি আরবও আছে। কাজেই এই গ্রুপ থেকে নক-আউট পর্যায়ে যেতে হলে অসম্ভব ভালো খেলতে হবে রাশিয়াকে।
গ্রুপ এইচ
গড় র্যাঙ্কিং- ২৮
পোল্যান্ড (৮)
কলম্বিয়া(১৬)
সেনেগাল (২৭)
কোরিয়া রিপাবলিক(৬১)
এই গ্রুপে উপরের দিকে আছে পোল্যান্ড ও কলম্বিয়া। এটি বিশ্বকাপের সেকেন্ড লোয়েস্ট র্যাঙ্কিং-এর গ্রুপ। এই গ্রুপে জাপান সবচেয়ে পিছনের সারির দল বিশ্ব ক্রম পর্যায়ের তালিকা অনুসারে। বিশ্বে তাদের র্যাঙ্কিং ৬১। তাদের আগে আছে সেনেগান (২৭)।
গ্রুপ এফ
গড় র্যাঙ্কিং- ২৪.২৫
জার্মানি (১)
মেক্সিকো(১৫)
সুইডেন (২৪)
কোরিয়া রিপাবলিক(৫৭)
এই গ্রুপ নিঃসন্দেহে সেরা দল জার্মানি। যারা বিশ্ব ক্রম পর্যায়ের নতুন তালিকা অনুসারে এক নম্বর স্থানে আছে। তাছাড়া জার্মানি সম্ভাব্য বিজয়ীর তালিকায় আছে। তাছাড়া এই গ্রুপে আছে আর এক শক্তিশালী দল মেক্সিকো। যাদের র্যাঙ্কিং ১৫।
গ্রুপ ডি
গড় র্যাঙ্কিং- ২৩.৭৫
আর্জেন্টিনা (৫)
ক্রোয়েশিয়া(২০
আইসল্যান্ড (২২)
নাইজেরিয়া(৪৮)
এই গ্রুপের হেভিওয়েট দল আর্জেন্টিনা। আছে ক্রোয়েশিয়ার মতো দলও। এই গ্রুপে আছে আইসল্যান্ডের মতো নয়া দল। খেলবে আফ্রিকা মহাদেশের ক্রমতালিকায় নীচের দিকে থাকা দল নাইজেরিয়া।
গ্রুপ বি
গড় র্যাঙ্কিং- ২৩
পর্তুগাল (৪)
স্পেন(১০)
ইরান (৩৭)
মরক্কো(৪১)
এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী গ্রুপ। যেখানে আছে ইউরোপের দুই মহা শক্তিধর দেশ। আছে বিশ্ব ক্রম তালিকায় ৪ নম্বর স্থানে থাকে ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল। আছে ২০১০ বিশ্বকাপ জয়ী বিশ্ব ক্রম তালিকায় ১০ নম্বর স্থানে থাকা স্পেন। এই গ্রুপকে এবারের বিশ্বকাপে চতুর্থ কঠিন গ্রুপ বলে মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা।
গ্রুপ জি
গড় র্যাঙ্কিং- ২২.৭৫
বেলজিয়াম (৩)
ইংল্যান্ড(১২)
তিউনিশিয়া (২১)
পানামা(৫৫)
এই গ্রুপকেও অন্যতম শক্তিশালী গ্রুপ বলে ধরছেন ফুটবল বিশেষজ্ঞরা।কারণ এই গ্রুপে আছে ইউরোপের দ্বিতীয় সেরা দল যারা বিশ্ব ক্রম তালিকায় আছে তিন নম্বরে, সেই বেলজিয়াম আছে এই গ্রুপে। আছে ইউরোপের আর এক সেরা দল যারা বিশ্ব ক্রম তালিকায় আছে ১২ নম্বর স্থানে-সেই ইংল্যান্ডকেও এই গ্রুপের অন্যতম শক্তিশালী দল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও আছে পানামা, বিশ্বকাপে যাদের এবার অভিষেক হতে চলেছে।
গ্রুপ সি
গড় র্যাঙ্কিং- ১৬.৫
ফ্রান্স (৭)
পেরু(১১)
ডেনমার্ক (১২)
অস্ট্রেলিয়া(৩৬)
ফুটবল বিশেষজ্ঞরা মনে করছে এবারের বিশ্বকাপে আরও এক শক্তিশালী গ্রুপ হল গ্রুপ সি। আরণ-এই গ্রুপে এমন চারটি দল খেলছে যাদের সকলেরই নক-আউট পর্যায়ে খেলার ক্ষমতা আছে। হতে বিশ্ব ক্রম তালিকা অনুসারে সাত নম্বর স্থানে থাকা ফ্রান্স এই গ্রুপের সব চেয়ে শক্তিশালী দল। কিন্তু এটাও ঠিক যে দক্ষিন আমেরিকার সেরা দল পেরুও কিন্তু সহজে ছেড়ে দেবে না। আছে এশিয়ার দেশগুলির মধ্যে বিশ্ব ক্রম তালিকায় সব চেয়ে আগে থাকা অস্ট্রেলিয়া। আছে ইউরোপের আর এক সেরা দল ডেনমার্ক। যারা যেকোনও মুহূর্তে অঘটন ঘটাতে পারে।
গ্রুপ ই
গড় র্যাঙ্কিং- ১৬.২৫
ব্রাজিল (২)
সুইৎজারল্যান্ড(৬)
কোস্টারিকা (২৩)
সার্বিয়া(৩৪)
গ্রুপ বি-র পর এটি দ্বিতীয় গ্রুপ। যেখানে বিশ্ব ক্রম তালিকায় প্রথম দশে থাকা দুটি দল খেলছে এখানে। বিশ্বের দু’নম্বর স্থানে থাকা ব্রাজিল ও ছয় নম্বর স্থানে থাকা সুইৎজারল্যান্ড আছে এই গ্রুপে। ব্রাজিল এই গ্রুপের শক্তিশালী দল শুধু নয় তাদের এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট ধরা হচ্ছে।
Published on: জুন ৮, ২০১৮ @ ২০:২১