
Published on: জুলা ১৫, ২০১৮ @ ০০:২৭
এসপিটি স্পোর্টস ডেস্কঃ অবশেষে তৃতীয় স্থান নিয়েই ২০১৮ ফিফা বিশ্বকাপ অভিযান শেষ করতে হল বেলজিয়ামকে। ম্যাচের ৪ মিনিটে গোল করে এগিয়ে দেয় মিউনিয়ার। যা এবারের বিশ্বকাপে দ্রুততম গোল হিসেবে চিহ্নিত হয়ে থাকল।বিশ্বকাপে এটাই বেলজিয়ামের সেরা পারফরম্যান্স।ইংল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপে তারা তৃতীয় স্থানে থাকল।
একনজরে বেলজিয়াম -ইংল্যান্ড ম্যাচ
বেলজিয়াম -২ ইংল্যান্ড-০
মিউনিয়ার (৪মি.), হ্যাজার্ড(৮২মি.)
ম্যান অফ দ্য ম্যাচ- ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম)
বল দখলে রেখেছে বেলজিয়াম ৪২% আর ইংল্যান্ড দখলে রেখেছে ৫৮%
বেলজিয়াম শট নিয়েছে ১২ আর ইংল্যান্ড নিয়েছে ১৫।
বেলজিয়াম গোল লক্ষ্য করে শট নিয়েছে ৪ আর ইংল্যান্ড ৬।
বেলজিয়াম কর্নার আদায় করেছে ৪ আর ইংল্যান্ড নিয়েছে ৫টি।
বেলজিয়াম ফাউল করেছে ১১ আর ইংল্যান্ড করেছে ৪।
রেকর্ড
এ পযন্ত এটাই বিশ্বকাপে বেলজিয়ামের সেরা সমাপ্তি। এর আগে ১৯৮৬ সালের বিশ্বকাপে চতুর্থ স্থান পেয়েই শেষ হয়েছিল তাদের বিশ্বকাপ অভিযান।
শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে ইংল্যান্ড।
থ্রি-লায়ন এর আগে পরপর ম্যাচে হেরে যায় ২০১৪ সালের বিশ্বকাপে। সেবার তারা ইটালি ও উরুগুয়ের কাছে হেরে যায়।
এটি ছিল ইংল্যান্ডের কোনও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ১০০তম ম্যাচ। বিশ্বকাপে ৬৯তম, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ৩১টি। যার মধ্যে জয় ৩৯টি, ড্র ৩২টি এবং পরাজয় ২৯টিতে।
এভাবে তিনটি ম্যাচে হেরে যাওয়া ইংল্যান্ডের এর আগে হয়েছে ১৯৮৮ সালের ইউরো কাপে।
১৯৬৬ সালেও বিশ্বকাপে এমন কোনও খেলোয়াড় ছিল না যে একাধিক গোলে মুখ্য ভূমিকা নিয়েছিল। এবার যেখানে হ্যাজার্ড ৭টি গোলে নিয়েছিলেন। ৩টি করেছেন আর ৪টি করিয়েছেন। জন সুলেমান ৪টি করেছেন ৩টি করিয়েছেন।
হ্যারি কেন ২০১৮ সালের বিশ্বকাপে ৬টি গোল করেন।
Published on: জুলা ১৫, ২০১৮ @ ০০:২৭