১ জুন থেকে সিমলা-চন্ডীগড় হেলিকপ্টার পরিষেবা চালু হতে চলেছে

দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: মে ২৪, ২০১৮ @ ১৬:৫২

এসপিটি নিউজ ডেস্কঃ পর্যটনের দিকে আরও বেশি করে নজর দিয়েছে হিমাচল সরকার। আর তাই তারা এবার সিমলা-চন্ডীগড় রুটে হেলিকপ্টার পরিষেবা চালু করছে। আগামী ১ জুন থেকে এই পরিষেবা চালু হতে চলেছে। ইতিমধ্যে তার সমস্ত প্রস্তুতি শেষ। এজন্য তারা পবন হংস সংস্থার কাছ থেকে লিজ নিয়ে  চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পরিষেবা সফল হলে তা রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া হবে বলে ‘দিব্য হিমাচল’ অনলাইন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

দিব্য হিমাচল সূত্রে জানা গেছে, এই পরিষেবায় ভাড়া যাত্রী পিছু তিন হাজার টাকাজ মধ্যে রাখতে বলা হয়েছে। প্রথম দিকে এই পরিষেবা সপ্তাহে দু’দিন শুক্রবার ও সোমবার চলবে। তবে ভালো সাড়া পেলে তা দৈনিক করে দেওয়া হবে বলে হিমাচল রাজ্য সরকার সূত্রে জানা গেছে।

আরও জানা গেছে, এর পরবর্তী ধাপে কুলু-মানালি এমনকী ধর্মশালা রুটেও চালানো হবে। ১ জুন থেকে চন্ডীগড়-সিমলা রুটে হেলিকপ্টার পরিষেবা শুরু হওয়ার প্রস্তুতি হিসেবে প্রশাসনিক বৈঠক আজ ২৪ মে অনুষ্ঠিত হইয়েছে। মনে করা হচ্ছে রাজ্যের পর্যটনের প্রসারে এই পদক্ষেপ অত্যন্ত ফলপ্রসু হয়ে উঠবে।

Published on: মে ২৪, ২০১৮ @ ১৬:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

61 − 58 =