T-20 WORLD CUP ট্রফির সাথে ফটো শ্যুটঃ ভারত আয়োজকের দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত সৌরভ -‘আমাদের জন্য বড় সম্মান’

Main খেলা দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: নভে ১৩, ২০২০ @ ১৬:৫৬

এসপিটি নিউজ ডেস্ক:  আগামী বছর ভারতে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের আসর বসছে। আর তা নিয়ে পুরোদমে নেমে পড়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ক্রিকেটের এমন এক বিশাল মহাযজ্ঞের আয়োজনের দায়িত্ব পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত সৌরভ। বলেছেন-“আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়া আমাদের জন্য বড় সম্মানের বিষয়।” ইতিমধ্যে ট-২০ বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি নিয়ে ফটোশ্যুট করেছেন তিনি।

সৌরভ বলেছেন- উন্নয়নের কথা বলতে গিয়ে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন,  ” আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়া আমাদের জন্য বড় সম্মানের বিষয়। 1987 সালে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের উদ্যোগ নেওয়ার পর থেকে ভারত বেশ কয়েকটি বিশ্বব্যাপী ইভেন্ট সফলভাবে মঞ্চস্থ করেছে এবং আমি নিশ্চিত ক্রিকেটাররা বিশ্বজুড়ে আমাদের ক্রিকেটপ্রেমী দেশে এসে খেলার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত হবেন।”

“আমি একজন খেলোয়াড় হিসাবে আইসিসি-র ইভেন্টে অংশ নিতে পেরেছি এবং অভিজ্ঞতা থেকে জানি যে বিশ্বজুড়ে ক্রিকেট ইভেন্টের গুঞ্জনাত্মক পরিবেশ কিছুই হারায় না। বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষ এর প্রতিটি খেলা দেখছে। আমি এখন যেমন প্রশাসক হিসাবে প্রস্তুত থাকি, ঠিক তেমনই এই টুর্নামেন্টকে মর্যাদাপূর্ণ ভাবে সম্পন্ন করার দিকেও দায়িত্বশীল ভূমিকা থাকবে।

2007 সালে উদ্বোধনী সংস্করণের পর ভারতে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। দেশটি 2016 সালে টুর্নামেন্টটি আয়োজন করেছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনাল জিতেছিল।আগামী বছর 2021 সালের অক্টোবর-নভেম্বর মাসে বসছে ট-২০ বিশ্ব কাপ ক্রিকেটের আসর। ২০১২০ সালে এর টুর্নামেন্ট হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু করোনা মহামারীর কারণে তা পিছিয়ে দেওয়া হয়। সম্প্রতি আসিসি-র সভায় এই টুর্নামেন্টের আয়জক হিসেবে ভারতকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Published on: নভে ১৩, ২০২০ @ ১৬:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

97 − 88 =