
Published on: জানু ৫, ২০১৮ @ ১১:৪৭
এসপিটি নিউজ,হাওড়া,৫জানুয়ারিঃ অতিরিক্ত যাত্রী ভিড় সামলাতে দক্ষিন পূর্ব রেলওয়ে সাতরাগাছি ও পুডুচেরীর মধ্যে ১৩ জোড়া সাপ্তাহিক শীতকালীন স্পেশাল ট্রেন চালনোর সিদ্ধান্ত নিল। রেল সূত্রে খবর স্পেশাল ট্রেনগুলি আগামী ৬ জানুয়ারি থেকে ২রা এপ্রিল পর্যন্ত চলাচল করবে।
দক্ষিন পূর্ব রেল সূত্রে খবর ০৬০০৯ সাতরাগাছি পুডুচেরী শীতকালীন সাপ্তাহিক স্পেশাল প্রতি সোমবার ১৪টা ১০ মিনিটে সাতরাগাছি থেকে ছেড়ে পরেরদিন ২০টা ৪৫ মিনিটে পুডুচেরী পৌছাবে। অন্যদিকে ০৬০০৯ স্পেশাল প্রতি শনিবার পুডুচেরী থেকে ১৯টা ১৫ মিনিটে ছেড়ে সোমবার ০৪টা ৩০ মিনিটে সাতরাগাছি পৌছাবে।
স্পেশাল এই ট্রেনগুলিতে ১টি এসি টু টায়ার,১টি এসি থ্রি টায়ার,৭টি স্লিপার ও ৬টি দ্বিতীয় শ্রেণির সাধারণ কোচ থাকবে।
Published on: জানু ৫, ২০১৮ @ ১১:৪৭