মোহনপুর-বেলগাছিয়ার প্রাণী স্বাস্থ্য শিবিরে আশাতীত সাড়া, উপাচার্য বললেন- গবেষণার ফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার কথা

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-ড. সৌমিত্র পন্ডিত

Published on: জানু ৫, ২০১৮ @ ১৫:২৬

এসপিটি নিউজ, হরিণঘাটা, ৫ জানুয়ারিঃ প্রাণী ও মৎস্যবিজ্ঞান নিয়ে সারা পৃথিবী জুড়ে গবেষণা চালাচ্ছে বিজ্ঞানীরা। সেই গতিতে তাল মিলিয়ে আমাদের দেশও নিজেদের উন্নত করে তোলার প্রয়াস নিয়েছে। প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পূর্ণেন্দু বিশ্বাস সেই দিকে নজর রেখেই জানান, আগামী বছরগুলিতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা লব্ধ ফল “ল্যাব টু ল্যান্ড” অর্থাৎ আরও বেশি মানুষের কাছে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।যাতে মানুষ জানতে পারেন মানুষের মতো প্রানীদেরও রোগ হয় এবং তার প্রতিকারও করা যায়।এজন্য তিনি সাধারণ মানুষদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার করার আহ্বান জানান।

আগামী ১০ ও ১১ জানুয়ারি বেঙ্গল ভেটেরেনারি কলেজের ১২৫তম বার্ষিকী উপলক্ষে ৩ জানুয়ারি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টায় পালিত গবাদিপ্রাণী ও পোষ্যদের জন্য বিনামূল্যে টিকাকরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বেলগাছিয়া ও নদিয়ার মোহনপুর ক্যাম্পাসে।

মোহনপুরের শিবিরে ৫৫৬টি মুরগি-হাঁস, ১২৫টি গরু, ৪২টি ছাগল ও ১৭টি কুকুরের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান করা হয়। অপরদিকে কলকাতায় বেলগাছিয়ার শিবিরে প্রায় ৩০টি কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক দেওয়া হয়।কলকাতার শিবিরে উপস্থিত ছিলেন অধ্যাপক শ্যামসুন্দর দানা, অধ্যাপক চঞ্চল গুহ, অধ্যাপক সমর হালদার, অধ্যাপক চন্দন লোধ, ড. সুভাষ বোস, জুনিয়র ছাত্রছাত্রীরা।

মোহনপুরে উপস্থিত ছিলেন স্থানীয় পুরপিতা সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ছিলে অধ্যাপক ও ৫০ জন জুনিয়র প্রাণী চিকিৎসক। শিবিরেরে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক অজিত কুমার সাহু। সমগ্র শিবিরটি অধ্যাপক শ্যামলকান্তি গুহর-র তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।শিবিরে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।শিবিরে উপস্থিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও ১২৫তম উদযাপন কমিটির সহ-সম্পাদক সৈকত রানা জানান, এই শিবিরে ছাত্রছাত্রী-অধ্যাপকদের যে কর্মদক্ষতা সর্বোপরি গ্রামীণ মানুষদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়ের এই শিবির হওয়ায় গ্রামীণ অর্থনীতির পাশাপাশি সচেতনতা বৃদ্ধিরও কাজ করছে। এই প্রয়াস আগামিদিনে প্রাণী পালকদের যেমন সাহায্য করবে তেমনি ছাত্রছাত্রীদেরও হাতেনাতে শেখার সুযোগ করে দেব।

Published on: জানু ৫, ২০১৮ @ ১৫:২৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − = 5