Published on: মার্চ ২৩, ২০১৮ @ ১১:৪৩
এসপিটি নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন ইউপিএ চেয়ারপার্সেন তথা সর্বভারতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী। তাঁকে নিয়ে আসা হয় চন্ডীগড় পিজিআই। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় দিল্লি। আপাতত তাঁর শারীরিক অবস্থা সামান্য স্থীতিশীল।
জানা গেছে, সোনিয়া গান্ধী বৃহস্পতিবার সিমালায় মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বাডরার সঙ্গে ছিলেন।রাতে তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট হতে শুরু করলে তড়িঘড়ি তাঁকে রাত ১১টা নাগাদ নিয়ে আসা হয় চন্ডীগড়ে পিজিআই হাসপাতালে। সেখানে শুরু হয় তাঁর চিকিৎসা। দীর্ঘসময় চিকিৎসকরা তাঁর চিকিৎসা করার পর অবস্থার সামান্য উন্নতি হলে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। নি্যে যাওয়া হয় দিল্লি।
আজতক সূত্রের খবরে প্রকাশ, গত দুদিন ধরে সোনিয়া কন্যা প্রিয়াঙ্কার সঙ্গে সিমলা শহর থেকে ১৩ কিমি দূরে ছড়াব্রায় হোটেল ওয়াইল্ড ফ্লাওয়ার হল-এ ছিলেন। সেখানে প্রিয়াঙ্কার নির্মীয়মান ঘর দেখতে গেছিলেন তিনি। ২০০৭ সালে আমেরিকা নিবাসী সতীশ কুমার সুদ এবং সতীন্দর সুদের কাছ থেকে তা কিনেছিলেন। আট হাজার ফুট উঁচুতে অবস্থিত তিন বিঘার সেই জমি। যেখানে তৈরি হচ্ছে সেই নয়া বাড়ি।
Published on: মার্চ ২৩, ২০১৮ @ ১১:৪৩