অসময়ে শিলাবৃষ্টি, সিমলা কালীবাড়ি ও সামনের রাস্তায় বরফ, পর্যটকরা ঘরবন্দি, রাতে পারদ নেমেছে ৯-এ

আবহাওয়া দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: এপ্রি ৮, ২০১৮ @ ২৩:৩২

এসপিটি নিউজ, সিমলা, ৮ এপ্রিলঃ রবিবার বিকেলে আচমকা শিলাবৃষ্টি হয় সিমলায়। পর্যটনের ভরা মরশুমে এমন পরিস্থিতিতে একদিকে যেমন দোকানিদের মাথায় হাত পড়েছে ঠিক তেমনই পর্যটকরা এদিন ঘরবন্দি হয়েই কাটান। শিলাবৃষ্টির পরিমান এত বেশি ছিল যে শহরের বেশ কিছু জায়গায় দেখা গেছে বরফ জমে যেতে। সিমলা কালীবাড়িতেই দেখা গেছে বরফ জমতে।রাত দশটায় তাপমাত্রার পারদ নেমে যায় ৯ ডিগ্রি সেলসিয়াসে।

বিকেল তখন পোনে পাঁচটা হবে। শুরু হয় মুষল্ধারে বৃষ্টি। প্রায় আধ ঘণ্টা ধরে চলা এই বৃষ্টিতে দেখা যায় শিলা পড়তে। বরফের সাদা কুচি পড়তে দেখে পর্যটকদের মধ্যে খুশির আমেজ দেখা যায়। অনেকেই বলতে শুরু করে বরফ পড়ছে। সিমলা কালীবাড়িতে গিয়ে দেখা যায় সেখানে মন্দিরের সামনে বরফের আস্তরণে ঢেকে গেছে অনেকটা জায়গা।

কালীবাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা গেছে সামনের সরু রাস্তায় জায়গায় জায়গায় বরফের কুচি জমে আস্তরণে ঢেকে যেতে। বহু পর্যটককে সেলফি নিতেও দেখা যায়। তবে নিম্নচাপের কারণেই এই শিলাবৃষ্টি কিনা তা বলতে পারেনি আবহাওয়া দফতর। তবে জানা গেছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী ২৪ ঘণ্টা থাকবে।

Published on: এপ্রি ৮, ২০১৮ @ ২৩:৩২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

48 − = 47