
Published on: জুলা ২০, ২০১৯ @ ২০:৫৪
এসপিটি নিউজ ডেস্ক: হজে বহু ভারতীয় তীর্থযাত্রী যায়। আর তাদের কথা মাথায় রেখেই এবার স্পাইস জেট ঘোষণা করেছে তারা এবার ভারত থেকে হজে তীর্থ করতে যাওয়া যাত্রীদের জন্য ১৪৮টি বিশেষ উড়ান চালাবে। স্পাইস জেটে এ বছর শ্রীনগর থেকে মদিনা ও জেড্ডায় ১১ হাজার তীর্থযাত্রী যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন এবং মক্কা থেকে ফেরার জন্য তাদের যাতে কোনও অসুবিধা না হয়ে সেজন্য বিশেষ উড়ানের ব্যবস্থা রেখেছে স্পাইস জেট।
স্পাইসজেটের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং বলেন, “এই বছর হজে তীর্থ করতে যাওয়া ভারতীয় তীর্থযাত্রীদের মক্কা ভ্রমণে সহায়তা করার জন্য স্পাইসজেটের একটি ছোট অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
এয়ারলাইন শ্রীনগর, জম্মু ও কাশ্মীর থেকে জেড্ডা ও মদিনায় তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার জন্য বোয়িং 737-800 বিমান দেওয়া হবে। ২9 জুলাই পর্যন্ত উড়ান চালানো হবে ওই রুটে। পরে হজ থেকে ভারতীয় তীর্থযাত্রীদের ফিরে আসার জন্য 16 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ উড়ানগুলি চালানো হবে।
Published on: জুলা ২০, ২০১৯ @ ২০:৫৪